জয় চক্রবর্তী: রাজ্যের বিভিন্ন জায়গায় জাল ওষুধের অভিযোগের ভিত্তিতে প্রশাসন কড়া ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে জাল ওষুধ কারবারের যোগ পাওয়া গিয়েছে। সেইমতো জাল ওষুধ আটকাতে বেশ কিছু ভিন রাজ্য প্রশাসনের সাহায্য চেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর পাশাপাশি জাল ওষুধ আটকাতে কয়েক দফা অ্যাডভাইসরি জারি করল রাজ্য সরকার। মূলত হোলসেলারদের জন্যই এই ধরনের বার্তা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
- বেশ কয়েকটি ওষুধ নিয়ে প্রশ্ন রয়েছে। সেই তালিকায় ৩০০ টির মতো ওষুধের নাম রয়েছে। কালিকাভুক্ত ওষুধের কিউআর কোড স্ক্যান করা বাধ্যতামূলক
- তালিকাভুক্ত ৩০০টি ওষুধে কেনার সময় বিক্রেতারা কিওয়ার কোড স্ক্যান করবেন তার ব্যবস্থাও রাখতে হবে।
- হোলসেলার যে মেডিসিন কিনবেন তার জন্য নির্দিষ্ট এবং বৈধ সংস্থার চ্যানেল ব্যবহার করবেন
- যেখান থেকে ওষুধ কেনা হচ্ছে তাদের লাইসেন্সের বৈধতা দেখে নিতে হবে
- ভিন রাজ্যের ওষুধ প্রস্তুতকারক সংস্থার ওষুধ কেনার সময় সতর্কতা থাকতে হবে।
- প্রস্তুতকারী সংস্থার সম্পূর্ণ তথ্য যাচাই করে তবেই কিনতে হবে ওষুধ।
নিয়মিত খবরে থাকতে ফলো করুন