ad
ad

Breaking News

Mamata Banerjee

চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের অনুদান, জানাল রাজ্য সরকার

রাজ্য প্রকল্পের নাম দিয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’

State government announces grant for unemployed Group C and Group D workers

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, গত এপ্রিলের গোড়ায় সু্প্রিমকোর্টের নির্দেশে রাজ্যের ২৬হাজার শিক্ষকও শিক্ষাকর্মী  চাকরি হারিয়েছেন। সেইসব চাকরিহারাদের মধ্যে রয়েছেন অনেক গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী। চাকরিহারা সেই অশিক্ষক কর্মীদের সামাজিক সুরক্ষার বলয়ে আনা হল।প্রদান করা হল অনুদান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দিক থেকে বিবেচনা করে এই অনুদান প্রদানের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর কথামতো রাজ্য সরকার অনুদান প্রদানের কথা জানিয়ে দিল । রাজ্য প্রকল্পের নাম দিয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’ নতুন প্রকল্প অনুযায়ী গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে পাবে ২৫হাজার টাকা ও গ্রুপ ডি কর্মীরা  প্রতি  মাসে পাবে ২০হাজার টাকা।আদালতে চাকরি বাতিলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা দেবে রাজ্য সরকার। বাংলা শিক্ষা পোর্টালেও এই বিষয়ে তথ্য তুলে ধরা হয়েছে।উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আন্দোলনে নামেন গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীরাও। সেইসব শিক্ষাকর্মীদের সঙ্গে একটি বৈঠক করে রাজ্য সরকার।  

বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ-সহ একাধিক সরকারি আমলা উপস্থিত ছিলেন। টেলিফোন মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় চাকরিহারাদের। তখনই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, আপাতত গ্রুপ সি কর্মীদের রাজ্য সরকার প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে দেবে। আদালতে চাকরি বাতিলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা দেবে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রীর কথামতো প্রশাসন ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করায় উপকৃত হবেন চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের একাংশ।