ad
ad

Breaking News

Haridevpur

Haridevpur: দক্ষিণ কলকাতায় ভয়াবহ শ্যুটআউট, হরিদেবপুরে মাঝরাস্তায় মহিলাকে লক্ষ্য করে গুলি

সোমবার সকালে দিনের আলোয় বাইক আরোহী দুই দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম হলেন এক মহিলা।

Haridevpur Woman Injured in Broad Daylight Firing

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: সপ্তাহের শুরুতেই চাঞ্চল্যকর ঘটনায় কেঁপে উঠল দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা। সোমবার সকালে দিনের আলোয় বাইক আরোহী দুই দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম হলেন এক মহিলা। ঘটনাটি ঘটে স্থানীয় একটি ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময়, যা মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয় (Haridevpur)।

প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎই এক মোটরবাইকে করে দুই ব্যক্তি সেখানে এসে পিছন থেকে গুলি চালায়। লক্ষ্য ছিল ওই মহিলা, মৌসুমী মণ্ডল নামে পঞ্চাশোর্ধ্ব এক স্থানীয় বাসিন্দা। গুলি তাঁর পিঠে লাগে, এবং তিনি রাস্তার মাঝখানে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই আশপাশের লোকজন ও তাঁর ছেলে মিলে তাঁকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে, এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে (Haridevpur)।

আরও পড়ুনঃ Afghanistan Earthquake: ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৪

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা গুলি চালানোর পরই দ্রুত বাইকে চেপে এলাকা থেকে পালিয়ে যায়। গোটা ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ও ভয় ছড়িয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিদেবপুর থানার পুলিশ। এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে (Haridevpur)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা হতে পারে। তবে অন্য কোনও দিকও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী দল। দুষ্কৃতীদের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে একাধিক সূত্রে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তাঁদের বিশ্বাস (Haridevpur)।