ad
ad

Breaking News

Kolkata

খাস কলকাতায় হাড়হিম ঘটনা, ঘর থেকে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার

খাস কলকাতা ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। বুধবার ট্যাংরার একটি বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার করল পুলিশ।

Shocking incident in Kolkata, bodies of three members of the same family recovered from house

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: খাস কলকাতা ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। বুধবার ট্যাংরার একটি বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার করল পুলিশ। মৃতদের মধ্যে একটি কিশোরী ও দুই মহিলা রয়েছে। ট্যাংরার শীল লেনের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিক অনুযায়ী এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ। তবে এর নেপথ্যে কী কারণ বা অন্য কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরাও পৌঁছেছেন বলে জানা গিয়েছে।

ট্যাংরার ২৩/এ অটল সুর রোডে একই পরিবারের দুই মহিলা এবং একজন কিশোরীর রহস্যমৃত্যু৷ জানা গিয়েছে, একই ঘর থেকে তিন জনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে৷ তিন জনেরই হাতের শিরা কাটা ছিল বলে খবর৷ মৃতদের মধ্যে এক মহিলার স্বামী দুর্ঘটনায় আহত হয়ে মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন৷

এদিন সকালে সেই দুর্ঘটনার তদন্ত জেরে ট্যাংরার ওই ঠিকানায় পৌঁছন পুলিশ আধিকারিকরা৷ তখনই পুলিশ এই তিন জনের দেহ উদ্ধার করে৷ ফলে ওই দুর্ঘটনার সঙ্গে এই তিন মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷

এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার৷ জানা গিয়েছে, ওই পরিবারের গ্লাভসের ব্যবসা ছিল৷ আত্মঘাতী হয়ে থাকলে তার পিছনে মানসিক অবসাদ নাকি কোনও আর্থিক সমস্যা রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে৷