ad
ad

Breaking News

Medical Controversy

Medical Controversy: “চুপ থাকবো না”, রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে শান্তনু

তাঁর সাফ কথা, মুখ বুজে সবকিছু মেনে নেবেন না তিনি। শান্তনু সেনের আদালতের শরণাপন্ন হওয়া হইচই ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে।

Shantanu Sen Moves Calcutta HC Over Medical Controversy

গ্রাফিক্স: নিজস্ব

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার কলকাতা হাই কোর্টের দারস্থ শান্তনু সেন (Medical Controversy)। রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেন তিনি এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করেন। তাঁর সাফ কথা, মুখ বুজে সবকিছু মেনে নেবেন না তিনি। শান্তনু সেনের আদালতের শরণাপন্ন হওয়া হইচই ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে।

[আরও পড়ুন: Gun Violence: ঝিনাইডাঙা গুলিকাণ্ডে গ্রেফতার বিজেপি বিধায়কের পুত্র, বিক্ষোভ তৃণমূল কর্মীদের]

সম্প্রতি, শান্তনু সেনের বিরুদ্ধে রেজিস্ট্রেশন ছাড়া ‘এফআরসিপি গ্লাসগো’ নামের বিদেশি ডিগ্রি ব্যবহার করার অভিযোগ তোলা হয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। জুন মাসে এই ব্যাপারে তাঁকে নোটিস পর্যন্ত ধরানো হয়েছিল। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয় এবং এরপরই তাঁর রেজিস্ট্রেশন দুই বছরের জন্য বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ শান্তনু সেন (Medical Controversy)

যদিও ঠিক কিসের ভিত্তিতে কাউন্সিলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাও জানিয়ে দেওয়া হয়। তাদের বক্তব্য, “এই বিদেশী ডিগ্রির কথা শান্তনু সেন আমাদের জানাননি। গ্লাসগোতে ইমেল পর্যন্ত করা হয়েছিল এবং জিজ্ঞেস করা হয়েছিল যে এই ডিগ্রিধারীদের প্র্যাকটিস করার অধিকার রয়েছে কিনা। এখনও পর্যন্ত সেই প্রশ্নের জবাব পাওয়া যায়নি।” এক আধিকারিককে চিকিৎসক-নেতা প্র্যাকটিস করতে পারবেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি আর ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন না। হওয়া তো উচিত সেটাই (Medical Controversy)।”

[আরও পড়ুন: Baidyabati double murder case: বোনের প্রেমিকের হাতেই দিদির খুন? বৈদ্যবাটি জোড়া মৃত্যুর নেপথ্যে রোমহর্ষক তথ্য]

শান্তনু চুপ করে বসে থাকেননি। কাউন্সিলর এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে তিনি শুক্রবার কলকাতা হাই কোর্টে যান এবং মামলা করেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার কষ্ট করে অর্জন করার রেজিস্ট্রেশন কেউ যদি ষড়যন্ত্র করে কেড়ে নেওয়ার চেষ্টা করে, আমি কি তাহলে চুপ করে বসে থাকবো? আমি আইনি পরামর্শ নেব এবং আমার বিশ্বাস আমি জিতব।” এরপর দলের সঙ্গে কথা হয়েছে কিনা, সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা দল আর আমার মধ্যে ব্যাপার। এই বিষয়ে আমি সংবাদমাধ্যমকে কিছু জানাতে চাই না (Medical Controversy)।”