ছবি : সংগৃহীত
Bangla Jago Desk: বারাউনিতে শান্টিং করার সময় এক রেলকর্মীর মৃত্যু নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনা রেল কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। কর্মীদের সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে, আর এ পরিস্থিতিতে শিয়ালদহ ডিভিশন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নজরদারিতে এক নতুন উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে।
[আরও পড়ুন: বাংলাদেশের পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে আরবি, পাঠ্যবই থেকে বাতিল শেখ মুজিবুর রহমান]
শিয়ালদহ ডিভিশনের রেল আধিকারিকদের নির্দেশে মাত্র ২০ হাজার টাকায় “FOCUS” নামক একটি অত্যাধুনিক রিমোট শান্টিং মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। “FOCUS” এর পূর্ণ রূপ হলো “Field Observation for Counselling and Upholding Safety,” যা শান্ট ম্যানদের কার্যকলাপের উপর সার্বক্ষণিক নজরদারি চালাবে।
এই সিস্টেমটি দশটি গুরুত্বপূর্ণ স্টেশনে ইনফ্রারেড নাইট ভিশন এবং টকব্যাক ক্ষমতা সহ অত্যাধুনিক ক্যামেরা দিয়ে সজ্জিত। বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে বসেই কর্মীদের কার্যকলাপের রিয়েল-টাইম ফুটেজ নজরদারি করা যাবে। এতে শান্টিংয়ের সময় ঝুঁকি নির্ধারণ করা, সমস্যা সনাক্ত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
[আরও পড়ুন: মেসি ও নীল সাদা জার্সির প্রবেশ নিষিদ্ধ করল প্যারাগুয়ে]
রিমোট মনিটরিং সিস্টেম শুধু নিরাপত্তাই বাড়ায় না, বরং শান্ট ম্যানদের আত্মবিশ্বাসও বাড়ায়। এটি নিয়ন্ত্রণ কক্ষে থাকা কর্মকর্তাদের সঙ্গেও দ্রুত যোগাযোগ স্থাপন করে, ফলে যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। শিয়ালদহ ডিভিশনের এই উদ্ভাবনী পদক্ষেপ কর্মীদের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি, তাদের মনোবল বাড়াতেও সহায়ক হবে।