ad
ad

Breaking News

Kolkata

আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়, সোমে সাজা ঘোষণা

আর জি কর কাণ্ডে শনিবার দুপুরে শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।

Sanjay Roy found guilty in RG Kar case, sentencing to be announced on Monday

Bangla Jago Desk: আর জি কর কাণ্ডে শনিবার দুপুরে শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সোমবার হবে সাজা ঘোষনা।  ৫ মাস ৯ দিন পর সেই নির্যাতনকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়। এদিন বিচারক অনির্বাণ দাসের এজলাসে এই ঘোষণা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছিল সিবিআই, সেই তথ্য অনুযায়ী এদিন নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হল সঞ্জয়।

[আরও পড়ুন: চন্দননগর ফটকগোড়ায় সিলিন্ডার ব্লাস্ট, আহত ১]

শনিবার ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস ৬৪ ধর্ষণ, বিএনএস ৬৬ ধর্ষণের সময় আঘাত ও বিএনএস ১০৩ (১) খুন- ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। এদিন বিচারক অনির্বাণ দাস জানায়, এই ঘটনার সর্বোচ্চ সাজা হিসাবে ফাঁসি আর সর্বনিম্ন সাজা হিসাবে আমৃত্যু কারাবাস হবে।

আজকের রায়দানকে ঘিরে শিয়ালদহ আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত চত্বরের চারপাশ গার্ডরেল দিয়ে ঘেরা এবং সেখানে মোতায়েন করা হয়েছিল ২০০ কনস্টেবল ও ৩ জন ডিসি পদমর্যাদার অফিসার।

[আরও পড়ুন: ট্রাম্পের শপথে উপস্থিত থাকবেন চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং]

২০২৪-এর ৯ আগস্ট এই নৃশংস ঘটনার কথা সামনে আসার ২৪ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এই ঘটনায় তাদের চার্জশিটে সঞ্জয় রায়কে একমাত্র দোষী উল্লেখ করা হয়েছিল। তার পর এই মামলার তদন্ত ভার হস্তান্তরিত হয় সিবিআই-এর হাতে। সিবিআই তাঁদের শেষ চার্জশিটেও উল্লেখ করে যে, এই ঘটনায় সঞ্জয় একাই অপরাধী। তবে আজও আদালতে বারংবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সঞ্জয়।