চিত্র : নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: আজ নববর্ষ। সকল বাঙ্গালীর জন্য এক নতুন বছরের শুরু। তবে আজকের এই দিনে কেমন থাকবে আবহাওয়া। আকাশের কি আজকের দিনে মুখ ভার থাকবে নাকি এক রোদ ঝলমলে দিনের দেখা মিলবে?
মঙ্গলবার শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে।
চলতি সপ্তাহে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে। তবে আজ উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে বলে এমনটাই খবর মিলেছে।
বুধবার উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
[আরও পড়ুন: চড়কের মেলায় দড়ি ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা! আহত আক ব্যাক্তি]
তবে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও বুধবার থেকে বৃষ্টি বাড়বে। শুক্রবার পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা। বুধবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড় হতে পারে। আবহাওয়া সূত্রে খবর মিলেছে, বৃহস্পতিবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
আর জানা গেছে, চলতি সপ্তাহে কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ও উঠতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পাশাপাশি থাকবে দমকা ঝোড়ো হাওয়ার দাপট।