ad
ad

Breaking News

R G Kar Protest

R G Kar Protest: আরজি কর কান্ডের প্রতিবাদে কুমোরটুলির মৃৎশিল্পীরা! রবিতে রয়েছে মিছিল

মৃৎশিল্পীদের সংগঠন ‘কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতি’র ডাকে এই মিছিল হবে। শিল্পীদের সঙ্গে তাঁদের পরিবারের লোকজনও যোগ দেবেন মিছিলে।

R G Kar Protest: Kumortuli potters will march on Sunday

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : আরজি কর কান্ডে তোলপাড় গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে দফায় দফায় প্রতিবাদের শামিল হচ্ছেন সাধারণ মানুষ। কখনো মোমবাতি জেরে নিরব প্রতিবাদ আবার কখনো স্লোগান তুলে প্রতিবাদ করায় কেঁপে উঠছে এলাকা। বহুবার মেয়েদের দল, চিকিৎসকদের একটি দল, তারকাদের দলকে কখনো একসাথে আবার কখনো পৃথকভাবে প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছে। তবে এবার আরজিকর কাণ্ডের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার বিচার চেয়ে পথে নামতে চলেছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও। আগামী রবিবার কুমোরটুলির আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন তাঁরা। ইতিমধ্যে দোশাল মিডিয়ায় এই মিছিলের একটি পোস্টার বেশ ভাইরাল হয়েছে। পোস্টার এর মধ্যে লেখা, ” কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক।”

[ আরও পড়ুন :Nadia: ক্ষ্যাপা কুকুরের তাণ্ডবে আতঙ্কিত গোটা গ্রাম, কামড়ে আহত একাধিক ব্যক্তি  ]

জানা যায়, এই মিছিলটি ‘কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতি’ নামে মৃৎশিল্পীদের সংগঠনের ডাকেই করা হবে। এই মিছিলে তারা সপরিবারে শামিল হবেন। সংগঠনের সম্পাদক বাবু পাল জানান, ” কুমোরটুলি মৃৎশিল্পের পিঠস্থান। আমরা মাটির দুর্গা নির্মাণ করি। কিন্তু রক্ত মাংসের দুর্গা ধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন। তাই বিচার চেয়ে পথে নামছি আমরা।” এমনিতেই পুজোর সময় কুমোরটুলিতে ব্যস্ততা থাকে তুঙ্গে। তবে এত ব্যস্ততার মাঝেও সময় বের করে শিল্পীরা ‘তিলোত্তমা’ হত্যার প্রতিবাদে পথে নামতে চান।

[ আরও পড়ুন : সন্দীপের বাড়ির সন্ধান মিলল,আটক সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন ]

প্রসঙ্গত, রবিবার কুমোরটুলিতে রয়েছে শিল্পীদের প্রতিবাদ কর্মসূচি। ঘটনা চক্রে তারপরের দিন অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। এমতাবস্থায় কোর্টের শুনানি কোন দিকে যায় সেই দিকেই নজর সব মহলের।