নিজস্ব চিত্র
Bangla Jago Desk: মদ্যপ অবস্থায় স্কুলের বাচ্চা নিয়ে পুলকার চালানোর অভিযোগ চালকের বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে, বেহালা শখের বাজারে। জানা যাচ্ছে, তিনজন বাচ্চাকে নিয়ে নিয়ে ঠাকুরপুকুর হয়ে আসার সময় তিন থেকে চার জায়গায় ধাক্কা মারে।
এরপরই গাড়ির চালক ঠাকুরপুকুর বাদামতলার কাছে ধাক্কা মারতেই স্থানীয়রা গাড়িটিকে ধরে ফেলে। এবং স্কুলের বাচ্চাদের গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়। পাশাপাশি ওই বাচ্চাদের কাছ থেকে বাড়ির লোকের ফোন নম্বর নিয়ে তাদের সমস্ত বিষয়টি জানানো হয়। এরপর তাদের অভিভাবকরা এসে তাদের বাচ্চাদের নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, এই চালক এর আগেও একাধিকবার মধ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছে। এমনটাই তাদের জানিয়েছে গাড়িতে থাকা তিনজন বাচ্চা। এরপর স্থানীয়রা গাড়ির মালিককে খবর দেয় এবং হরিদেবপুর থানায় জানায় হরিদেবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে এসে তারা গাড়ি ও চালককে আটক করে নিয়ে যায় থানায়।