গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: ১০০ দিনের কাজ মামলায় আদালতে জয়ের পর নিজের অবস্থান জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Political Vindication)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ব্যাপারে বক্তব্য রাখেন ডায়মন্ড হারবার সাংসদ। বিজেপিকে ‘স্বৈরাচারী’ তকমা দিয়ে তিনি দাবি করেন যে গত বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে বাংলার মনরেগার টাকা আটকে দিয়েছে কেন্দ্র। এখানেই শেষ নয়, তিনি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ পর্যন্ত তোলেন।
The Calcutta High Court’s order today to restart MGNREGA in Bengal is a blow to the BJP’s politics of revenge.
Unable to accept the people’s mandate in 2021, the BANGLA BIRODHI BJP froze MGNREGA funds and choked off rural employment. This wasn’t governance – It was revenge and… pic.twitter.com/48iyCGW5rT
— Abhishek Banerjee (@abhishekaitc) June 18, 2025
গত বিধানসভা নির্বাচনের পর ১০০ দিনের কাজের টাকা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্র তাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করত বিজেপি এবং দাবি করতো যে দুর্নীতির জন্যই এমনটা হয়েছে। প্রাপ্য আদায় করতে ঘাসফুল শিবিরের নেতারা দিল্লি পর্যন্ত যান। সেখানেও বাধার মুখোমুখি হতে হয় তাঁদের। জল গড়ায় আদালত পর্যন্ত। সেখানে জয় পায় তৃণমূল (Political Vindication)।
বুধবার মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচার প্রতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে। আদালতের তরফ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে আগামী ১লা আগষ্ট থেকে প্রকল্প চালু করতে হবে। এখানেই শেষ নয়, আরো জানিয়ে দেওয়া হয় যে কেন্দ্রের কাছে যথেষ্ট ক্ষমতা রয়েছে এই প্রকল্পে কি হচ্ছে তা দেখার। কোর্টের সাফ কথা, কেন্দ্রের যা প্রয়োজন তারা করুক, কিন্তু প্রকল্প চালু রাখতে হবে। আদালতের রায়ে খুশি শাসকদল। ঘাসফুল শিবিরের নেতারা দাবি করেন যে এই রায় থেকে স্পষ্ট যে যেই বঞ্চনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে তোলা হয়েছিল, তা সত্যি। যদিও গেরুয়া শিবির তা অস্বীকার করে। অন্য যুক্তি তুলে ধরেন দলের নেতারা (Political Vindication)।
এবার এই জয় নিয়ে নিজের অবস্থান প্রকাশ্যে আনলেন তৃণমূলের সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেল থেকে লড়াইয়ের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন এবং জয় সম্পর্কে লেখেন। তাঁর বক্তব্য, “বাংলায় মনরেগার কাজ ও টাকা বন্ধ হয়ে গিয়েছিল বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এবার আদালত সেটা চালু করতে বলেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে বাংলা বিরোধী বিজেপি এমনটা করেছিল। এটা স্বৈরাচারিতা।”
[আরও পড়ুন: By-Election Clash: উপনির্বাচন শুরু হতেই বিরোধীদের অভিযোগ, নস্যাৎ করে কী বললেন তৃণমূল প্রার্থী?]
তিনি আরো লেখেন, “আমরা আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। কথা দিয়েছিলাম আমরা যে শরীরে যতক্ষণ রক্ত আছে, ততক্ষণ মানুষের অধিকারের জন্য লড়বো। সেই কথা আমরা রেখেছি। সবরকমভাবে লড়াই করেছি বাংলার জমিদারদের বিরুদ্ধে।” এই পোস্ট চারিদিকে ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় নেয়নি। দলীয় কর্মী থেকে শুরু করে সমর্থক, সকলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। যদিও অনেকে কমেন্ট বক্সে এর বিরোধিতাও করেছেন। তবে সবমিলিয়ে, ১০০ দিনের কাজের মামলায় আদালতে তৃণমূল জয় পাওয়ায়, বড় ধাক্কা খেলো বিজেপি। এবার দেখার বিষয় এর প্রভাব পড়ে কিনা আসন্ন বিধানসভা নির্বাচনে (Political Vindication)।