ad
ad

Breaking News

Political Controversy

Political Controversy: ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালনে আপত্তি, কেন্দ্রকে কটাক্ষ করে কী বললেন মুখ্যমন্ত্রী

এর পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

Political Controversy

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আগামী ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালন করার জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্র (Political Controversy)। বুধবার নবান্নে সংবিধান হত্যা দিবস পালনে আপত্তির কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ‘সংবিধান হত্যা’ কথায় আপত্তির কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: Political Controversy: ২৫ জুন সংবিধান হত্যা দিবসে আপত্তি, কেন্দ্রকে কটাক্ষ করে আর কী বললেন মুখ্যমন্ত্রী]

নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষে সংবিধান হত্যা দিবস পালনের জন্য চিঠি এসেছে। যারা চিঠি দিয়েছে তারাই গণতন্ত্রকে হত্যা করছে প্রতিনিয়ত। এখন কি দেশে আদৌ গণতন্ত্র আছে? বাংলার মুখ্যমন্ত্রী বলেন, নিজেদের রাজনৈতিক এজেন্ডা কেন্দ্রের সরকার সারা দেশে ছড়িয়ে দিতে চাইছে। সম্পূর্ণভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে (Political Controversy)।

FB POST: https://www.facebook.com/share/r/1GWiCw8U2G/

মানুষের উপর নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে চাইছে। যারা এটা করছে তারাই গণতন্ত্রেরকে হত্যা করে চলেছে প্রতিদিন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন মানুষের মৌলিক অধিকার কেন্দ্রের সরকার খর্ব করে চলেছে প্রতিনিয়ত। দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলা হচ্ছে। অবিজেপি শাসিত রাজ্যগুলিকে ধারাবাহিক বঞ্চনা করা হচ্ছে। গায়ের জোরে প্রাপ্য অর্থ আটকে দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রের সরকারের হাত ধরে অর্থনীতি পঙ্গু হচ্ছে। সব ক্ষেত্রে রাজনীতি করে চলেছে কেন্দ্রীয় সরকার। সব রাজ্যের অধিকার ক্ষুন্ন করছে (Political Controversy)।