ad
ad

Breaking News

trains cancelled

Sealdah Station: ১-৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ, শিয়ালদহ শাখায় অব্যাহত যাত্রী দুর্ভোগ, কবে ঠিক হবে পরিষেবা?

শিয়ালদহ স্টেশনে ১২ কামরা ট্রেন চালানোর জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণ এর কাজ চলছে। এই কাজ করার কারনে এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

platforms closed in one blow several trains cancelled passenger suffering on the weekend is extreme

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: শিয়ালদহ স্টেশনে ১২ কামরা ট্রেন চালানোর জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণ এর কাজ চলছে। এই কাজ করার কারনে এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এই কাজ চলার কারণে শিয়ালদহ মেইন লাইন ও বনগাঁ শাখার অনেক ট্রেন বাতিল করা হয়েছে বা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। শুক্রবার থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ৪০০ বেশি শ্রমিক দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন। যাত্রী দুর্ভোগ সমানতালে চলছে। শুক্রবার থেকে যে দুর্ভোগ শুরু হয়েছিল শনিবারেও তা অব্যাহত রয়েছে। কৃষ্ণগর-শিয়ালদহ, রানাঘাট-শিয়ালদহ, শান্তিপুর-শিয়ালদহ, গেদে শিয়ালদহ, কল্যাণী শিয়ালদহ সহ একাধিক শাখার ট্রেন দমদম স্টেশনে যাত্রা শেষ করছে।

[আরও পড়ুনঃSealdah Station: এক ধাক্কায় বন্ধ ৫ টি প্ল্যাটফর্ম, বাতিল একাধিক ট্রেন, সপ্তাহান্তে যাত্রী ভোগান্তি চরমে

বেশ কিছুদিন যাত্রা শেষ করছে কল্যাণী স্টেশনে। আবার বনগাঁ শাখার বহু ট্রেন বারাসাত ও দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করছে। হলে চূড়ান্তভাবে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন রবিবার দুপুরের পর কাজ শেষ হয়ে যাবে। এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হলে চলতি মাসে বা আগামী মাসেই ১২ বগি ট্রেন চলাচল শুরু করবে। শিয়ালদহ শাখা যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ মিটবে।

রেল যাত্রীদের তরফে অভিযোগ, একাধিক ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হলেও তার প্রচার ঠিক মতো করা হয়নি। এর ফলে চূড়ান্ত হয়রানি শিকার হতে হচ্ছে যাত্রীদের। অনেক আগে থেকে এ বিষয়ে যাত্রীদের জানানো হয়নি বলে অভিযোগ। শুক্রবারের মতই
শনিবার সকালেও ভিড়ে ঠাসাঠাসি করে নিত্যযাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হয়।