চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। ভুয়ো ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে এবার পিএইচডি,এম এ-এর মতো ডিগ্রি নেওয়ার ঘটনা ঘটল রাজ্যের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয়ে। প্রায় ৪৫ জন পড়ুয়ার বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। আর এই ঘটনা সামনে আসতেই বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে ছড়িয়েছে উত্তেজনা।
অভিযোগ উঠেছে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে পিএইচডি,এম এ-এর মতো ডিগ্রি নিয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া। আর এই তথ্য সামনে আসতেই বিশ্ববিদ্যালয়ের তরফে প্রয়োজনীয় সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণি কল্যাণ সম্প্রদায় দফতরকে চিঠি পাঠান হয়েছে। বলা যায়, কাস্ট সার্টিফিকেট আসল নাকি ভুয়ো এই দ্বন্দ্বেই কার্যত পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ জেআইএস-এর উদ্যোগে পূর্বাঞ্চলের উপাচার্যদের সম্মেলনের সূচনায় রাজ্যপাল
এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেবাশিস দাস জানিয়েছেন,’ এখন পর্যন্ত ১৬ জন পড়ুয়ার সার্টিফিকেট যাচাই করার জন্য পাঠান হয়েছে। এই সকল পড়ুয়ারা বিএ, এলএলবি ও পিএইচডির। আমাদের কাছে অভিযোগ আসতেই তথ্য যাচাইয়ের জন্য দফতরকে পাঠান হয়েছে। রিপোর্ট এলে সমস্ত তথ্য সামনে আসবে।‘ বলা বাহুল্য, কী করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মত প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।