Bangla Jago Desk: এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের ডিভিসন বেঞ্চে দুই বিচারপতির ভিন্নমতের কারণে জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ৫জন। বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় সহ ৫জনকে জামিন দিলেও জামিনের বিরোধিতা করেন বিচারপতি অপূর্ব সিংহ রায়।এখন বিষয়টি তৃতীয় বেঞ্চের বিবেচনাধীন। তবে পার্থ চট্টোপাধ্যায় সহ ৫জন জামিন না পেলেও বাকি ৪জন জামিন পেয়েছেন।
এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পুজোর আগে শুনানি শেষ হয়। বুধবার হাইকোর্টের ডিভিসন বেঞ্চে সেই মামলার রায়দান পর্ব ছিল। বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিংহ রায়ের ভিন্নমতের কারণে জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় সহ ৫জন।বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়,সুবিরেশ ভট্টাচার্য,অশোক সাহা,কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও শান্তিপ্রসাদ সিনহা সহ ৯জনের জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিংহ রায় পার্থ চট্টোপাধ্যায় সহ ৫জনের জামিন খারিজ করে দেন।তবে ৯জনের মধ্যে কৌশিক ঘোষ,শেখ আলি ইমাম,সুব্রত সামন্ত রায়,চন্দন মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর করলেও বাকি ৫জনের আবেদন নামঞ্জুর করেন। কৌশিক-সহ চার জনের জামিন নিয়ে দুই বিচারপতিই একমত হন।
কিন্তু পার্থ চট্টোপাধ্যায়দের নিয়ে তাঁরা ভিন্ন মত পোষণ করায় কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ডিভিশন বেঞ্চ।তাই মামলাটি তৃতীয় বেঞ্চে যায়। কার সিঙ্গল বেঞ্চে এই মামলার রায় চূড়ান্ত হবে, তা ঠিক করবেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ— এই চার মামলায় বিভিন্ন সময়ে গ্রেফতার হন ওই ন’জন। তার মধ্যে গ্রুপ সি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা , শান্তিপ্রসাদ ও চন্দন মণ্ডল।
উল্লেখ্য,২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। জামিন চেয়ে এর আগে একাধিক বার হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। হাই কোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন। এর আগে ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। এরপর দীর্ঘ সময় পরে পুজোর আগে এসএসসি মামলার শুনানি হয়।বুধবার সেই মামলার রায়দানে দুই বিচারপতির ভিন্নমতের কারণে শেষ পর্যন্ত জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় সহ ৫জন।