ad
ad

Breaking News

পার্থ চট্টোপাধ্যায়

অসুস্থ অর্পিতা! ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত পার্থর

Bangla Jago Desk: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আজ, মঙ্গলবার এই মামলার শুনানি ছিল আদালতে। পার্থ চট্টোপাধ্যায় সশরীরে আদালতে উপস্থিত ছিলেন। তবে অর্পিতা মুখোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তিনি ভার্চুয়ালি আদালতে যোগ দেন। অর্পিতার আইনজীবী […]

Bangla Jago Desk: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আজ, মঙ্গলবার এই মামলার শুনানি ছিল আদালতে। পার্থ চট্টোপাধ্যায় সশরীরে আদালতে উপস্থিত ছিলেন। তবে অর্পিতা মুখোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তিনি ভার্চুয়ালি আদালতে যোগ দেন।

অর্পিতার আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য্য আদালতে জানান, জেলে অর্পিতার চিকিৎসা চলছে। তবে তাতে তিনি সেভাবে সুস্থ হচ্ছেন না। তাই তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। অর্পিতা নিজেও আদালতে জানান, জেলে চিকিৎসায় তিনি সুস্থ হচ্ছেন না। তাই তাঁকে কোনও ভাল বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। একান্তই তা সম্ভব না হলে, কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা কম্যান্ড হাসপাতালেও তাঁকে নিয়ে যাওয়া যেতে পারে। অর্পিতার আর্জি শুনে বিচারক জেল কর্তৃপক্ষকে বলেন, তাঁরা যেন নিজেদের দায়িত্বের কথা ভুলে না যান।

তিনি বলেন, অর্পিতার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে বিচারক বলেন, “অর্পিতা মুখোপাধ্যায় একজন অভিযুক্ত। তবে তিনি একজন রোগীও। তাঁকে যেন ভালো চিকিৎসার সুযোগ দেওয়া হয়।” বিচারক এই আদেশ দেওয়ার পর অর্পিতার আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য্য বলেন, “আমরা বিচারকের আদেশের প্রতি সন্তুষ্ট। আমরা আশা করি, অর্পিতার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।”