চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আরজি কর মামলার আজ হচ্ছে চার্জ গঠন। হাইকোর্টের নির্দেশের পরিবর্তন চেয়ে সন্দীপ ঘোষের পক্ষ থেকে ফের আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে। দ্রুত শুনানির আরজি জানানো হয়। চার্জশিট পড়তে সময় লাগবে তাই সময় দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশ পরিবর্তনের আরজি সন্দীপ ঘোষের। সেই আরজি খারিজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নির্দেশ পরিবর্তন সম্ভব নয় জানালেন বিচারপতি।
নিম্ন আদালতে সাত দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরিবর্তন চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। বুধবার দুপুর দেড়টায় হবে চার্জ গঠন। সিবিআই প্রায় ১৫ হাজার পাতার চার্জশিট দিয়েছে। সেটা পড়তে সময় লাগবে। এই কারণে সময় দেওয়ার অর্জি জানান সন্দীপ ঘোষের আইনজীবী। আর্জি খারিজ করেন কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলার অনুমতি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন সন্দীপ ঘোষের আইনজীবীর। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের আবেদনের মামলা দায়েরের অনুমতি মিলেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে পুনর্বিবেচনার আবেদনের শুনানি শোনার জন্য মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
সব পক্ষকে নোটিশ দিয়ে প্রধান বিচারপতির কাছে এলে তিনি তারপর অনুমতি দেবেন। বেলা দুটোর মধ্যে সেই মামলার শুনানি শোনার অনুমতি দেবেন প্রধান বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে। নিম্ন আদালতকে এই বিষয়ে অবগত করার নির্দেশ সন্দীপ ঘোষের আইনজীবীকে। পুনর্বিবেচনার আবেদনের শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ ও সন্দীপ ঘোষের আইনজীবী। ভারতীয় ন্যায় সংহিতা আইনে বলা আছে যে সাত দিন সময় দিতে হবে ডিসচার্জ পিটিশনের জন্য।
প্রায় কুড়ি হাজার পাতার চার্জসিট দেওয়া হয়েছে সেখানে পড়ার সময় দেওয়া হয়নি। এমনটাই আবেদনে বলা হয়েছে সন্দীপ ঘোষের পক্ষ থেকে। সেখানে একক বেঞ্চ কি করে বলতে পারে যে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে? প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন।
সন্দীপ ঘোষের সহযোগী সুমন হাজরাকে পুনর্বিবেচনার আবেদন দায়ের করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণের নির্দেশ প্রধান বিচারপতির। আজই শুনানি হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।