Bangla Jago TV Desk : হঠাৎই শহর কলকাতা জুড়ে বৃদ্ধি পায় পেঁয়াজের দাম। এই কারনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি করা টাস্ক ফোর্স কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাজারে হানা দেয়। গত এক সপ্তাহ ধরে উত্তর ও দক্ষিণ কলকাতার বাজারগুলোতে পরিদর্শন করেন টাস্ক ফোর্স আধিকারীকরা। বেশ কিছুদিন ধরে দক্ষিণ কলকাতার কলেজ স্ট্রিট মার্কেটে পেঁয়াজের দাম নিয়ে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে কলেজ স্ট্রিট বাজারে হানা দেয় টাস্ক ফোর্স আধিকারীকরা। পিয়াজের দাম ৬০ টাকায় কিলো বিক্রি হচ্ছে। সেই দামকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিলেন টাস্ক ফোর্স মেম্বার রবীন্দ্রনাথ কোলে। পাইকারি বাজারে আজ পেঁয়াজের দাম ৩৭ এবং ৪৫ টাকা কিলো। তাই দামটাকেও আরো নিয়ন্ত্রণ করার কথা বললেন পিয়াজ ব্যবসায়ীদের। এর আগে ব্যবসা এটা জানিয়েছিলেন উচ্চমূল্যস্ফীতির কারণে গত এক বছর দেশের মানুষের ক্রয় ক্ষমতাও হ্রাস পেয়েছিল। ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের একটি বিজ্ঞপ্তি অনুসারে চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম রপ্তানি মূল্য কার্যকর থাকবে। পাইকারি বাজারে বেশি পেঁয়াজের দাম কেজিতে গড়ে ১০ টাকা বেড়েছে। অন্যদিকে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।
FREE ACCESS