চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: জয় চক্রবর্তী: কেন্দ্রীয় বঞ্চনার জটিলতার জেরে বিভিন্ন গ্রাম উন্নয়ন প্রকল্প সমস্যায় পড়েছে। তবুও গ্রাম বাংলার উন্নয়নে পিছু হটতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য সরকার। আগামী আর্থিক বছরে রাজ্যের গ্রামীণ রাস্তায় বিপ্লব আনতে চলেছে রাজ্য সরকার।
২০২৪-২৫ আর্থিক বছর শেষের আগেই গ্রাম বাংলায় ১২ হাজার ১২৮ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শেষ হবে। পথশ্রী ৩ প্রকল্পের আওতাভুক্ত এই গ্রামীণ রাস্তা তৈরীর কাজে ৩৮২৮ কোটি টাকা ব্যয় করা হবে, যার পুরোটাই বরাদ্দ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই রাজ্যে ১০ হাজার ১০২ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ‘২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর থেকেই কেন্দ্রীয় সরকার রাজ্যের গ্রাম উন্নয়ন খাতে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্র এ ধরনের কাজ করছে।
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন প্রকল্পে গতি আনতে পথশ্রী-৩ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী হয়েছে রাজ্য। তাই সম্পূর্ণ রাজ্য সরকারের বরাদ্দ করা ৩৮২৮ কোটি টাকার বাকি কাজ আগামী আর্থিক বছর শেষের আগেই সম্পূর্ণ করা হবে।’
রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, পথশ্রী-১ এবং পথশ্রী-২ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যে যথাক্রমে ১৪ হাজার ৪১৬ কিলোমিটার এবং ১২ হাজার ৯৩৬ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে।
পথশ্রী-৩ প্রকল্পের কাজ শেষ হলে গ্রামবাংলায় মোট ৩৯ হাজার ৪৮০ কিলোমিটার গ্রামীণ রাস্তার কাজ সম্পূর্ণ হবে। ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে পথশ্রী-৩ প্রকল্পের বাকি গ্রামীণ রাস্তাগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত রাস্তাগুলি তৈরির কাজ শুরু হবে বলেও নবান্ন সূত্রে খবর।
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, গ্রামীণ রাস্তার পরিকাঠামো উন্নয়ন বা নতুন করে বহু জায়গায় রাস্তা তৈরির উদ্যোগ বেশ কিছুদিন আগেই নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। কিন্তু নানা রাজনৈতিক জটিলতা ও নির্বাচনী আচরণ বিধি অথবা দফায় দফায় নির্বাচন বা উপনির্বাচনের জেরে বারবার এই কাজে ব্যাঘাত ঘটেছে। তার ওপর কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় প্রকল্পের কাজ বেশ কিছুদিন থমকে যায়।
এর ফলে গ্রামীণ মানুষের দুরবস্থা যেমন বেড়েছে তেমনি গ্রামীণ শিল্প বিকাশের ক্ষেত্রেও বড় অন্তরায় তৈরি হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে বহু অভাব, অভিযোগ, আবেদন যেমন পাওয়া গিয়েছে, তেমন-ই দুয়ারে সরকার প্রকল্পেও এ বিষয়ে স্থানীয় মানুষজন বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এই সামগ্রিক বিষয়কে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরকে পথশ্রী-৩ প্রকল্পের বকেয়া কাজ তৈরির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।
[আরও পড়ুন: জগন্নাথ মন্দিরের গেট তৈরির জন্য ২০ দিন যান চলাচলে নিষেধাজ্ঞা]
কিন্তু অর্থের যোগান হবে কোথা থেকে? মুখ্যমন্ত্রী নির্দেশেই রাজ্য অর্থ দফতরের অনুমোদনক্রমে পথশ্রী-৩ প্রকল্পের অন্তর্ভুক্ত করে এই গ্রাম বাংলার রাস্তা তৈরির জন্য ৩৮২৮ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর। আগামী আর্থিক বছর শেষের আগেই এই কাজ সম্পূর্ণ হলে শুধু গ্রাম বাংলার জন্যই নয়, গোটা পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক মানোন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটেনে রয়েছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন। পাশাপাশি শিল্প সম্মেলন করেছেন। শিল্প পরিকাঠামোর ক্ষেত্রে রাস্তা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই গ্রামীণ রাস্তাগুলিকে দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। ‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই গ্রামীণ রাস্তার কাজগুলি হবে।’ ‘আরো খবর’কে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার।