ad
ad

Breaking News

Gariahat

Gariahat: গড়িয়াহাটে ভিনরাজ্যের পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ভাড়া বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

গড়িয়াহাট এলাকার হিন্দুস্থান পার্কের একটি ভাড়াবাড়ি থেকে মঙ্গলবার রাতে উদ্ধার হল এক ভিনরাজ্যের পুলিশকর্মীর ঝুলন্ত দেহ।

Gariahat Odisha policeman found dead in Kolkata

চিত্র : প্রতীকী

Bangla Jago Desk: শহরে ফের রহস্যমৃত্যু। কলকাতার গড়িয়াহাট এলাকার হিন্দুস্থান পার্কের একটি ভাড়াবাড়ি থেকে মঙ্গলবার রাতে উদ্ধার হল এক ভিনরাজ্যের পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। মৃত পুলিশকর্মীর নাম সুব্রত কুমার সাহু। পেশায় তিনি ওড়িশা পুলিশের কর্মী ছিলেন। বর্তমানে প্রশিক্ষণের কারণে কলকাতায় বসবাস করছিলেন। ওড়িশার কেওনঝার জেলার বাসিন্দা ছিলেন তিনি (Gariahat)।

পুলিশ সূত্রে খবর, গড়িয়াহাট থানার অন্তর্গত হিন্দুস্থান পার্কের একটি বাড়িতে সহকর্মীদের সঙ্গে ভাড়া থাকতেন সুব্রত। তবে মঙ্গলবার দীর্ঘ সময় ধরে তিনি একাই ছিলেন বলে জানা গেছে। তাতেই সন্দেহ জাগে তাঁর সহকর্মীদের মধ্যে। পরে খোঁজ করতে গিয়েই তাঁরা দেখতে পান, ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় রয়েছে সুব্রতের নিথর দেহ। ঘটনার পরেই গড়িয়াহাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে রাতেই দেহ উদ্ধার করে। পরে সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় (Gariahat)।

আরও পড়ুন: India-Pakistan: “যুদ্ধবিরতিতে আমেরিকার হাত ছিল না” ট্রাম্পকে পরিষ্কার করে দিলেন মোদি

তবে এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসেনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। যদিও মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে কথা বলার প্রক্রিয়াও শুরু করেছে তদন্তকারী দল।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

তদন্তকারীদের মতে, কেন সুব্রত আত্মঘাতী হলেন বলে অনুমান করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। জীবনের কোনও ব্যক্তিগত সংকট, মানসিক অবসাদ না কি অন্য কোনও অজানা চাপ—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে উঠে আসা তথ্য এবং ময়নাতদন্তের রিপোর্টেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ (Gariahat)।