চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত, সেখানকার মানুষজন থেকে শুরু করে পর্যটকরা আটকে পড়েছেন। ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং। রাস্তায় রাস্তায় নেমেছে ধস। কোচবিহার ও সমতলের একাধিক জায়গাতেও নদীর জল হু হু করে ঢুকছে। তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকাসহ উত্তরবঙ্গের নদীগুলির বিপদসীমার উপর দিয়ে বইছে। শিলিগুড়ি শহরে জল ঢুকছে। কোনও কোনও ওয়ার্ড জলমগ্ন। সোমবার সকাল থেকেও উত্তরবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও আবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।(Bengal Weather)
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। শক্তি ক্রমশ কমছে। এই ঘূর্ণাবর্ত থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আগামী কয়েকদিন।(Bengal Weather)
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে। বুধবারও ঝড়বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রামে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমবে বৃহস্পতিবার থেকে। শুক্রবারও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। লক্ষ্মীপুজোর সকাল থেকেই আকাশের মুখ রয়েছে ভার। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। এ ছাড়া, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৪ ডিগ্রি কম।(Bengal Weather)