ad
ad

Breaking News

Bengal Weather

প্রকৃতির রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ, টানা বৃষ্টিতে নদীর ঊর্ধ্বমুখী জলস্তর

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি শক্তি হারিয়ে বর্তমানে একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং সেটি অবস্থান করছে উত্তর বিহারে।

north-bengal-flood-heavy-rainfall-alert

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: পুজোর আমেজ কাটতে না কাটতেই একটানা ভারী বৃষ্টিতে বানভাসী হয়ে পড়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনই বৃষ্টির পরিমাণ কমার কোনও সম্ভাবনা নেই।(Bengal Weather) 

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি শক্তি হারিয়ে বর্তমানে একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং সেটি অবস্থান করছে উত্তর বিহারে। এর প্রভাবেই সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ১২ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে, যা সাম্প্রতিক কালে নজিরবিহীন। শেষবার ১৯৯৮ সালে এমন ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছিল বলে জানিয়েছে হাওয়া অফিস।(Bengal Weather)

ঘূর্ণাবর্তের কারণে উত্তাল রয়েছে সমুদ্রও। ফলে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারি হয়েছে বাংলা এবং ওড়িশার উপকূলবর্তী অঞ্চলের জন্য।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই।(Bengal Weather)

উল্লেখযোগ্যভাবে, সিকিম, অসম এবং মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে পার্বত্য এলাকায়, বিশেষ করে দার্জিলিংয়ে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। নদীর জলস্তর ক্রমশ বাড়ছে, ফলে কিছু এলাকায় প্লাবনের সম্ভাবনাও রয়েছে। তবে স্বস্তির কথা, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আকাশও থাকবে মেঘলা। বিশেষত উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দু’দিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমবে। তবে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।(Bengal Weather) 

সোমবার মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আপাতত হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭০.৭ মিলিমিটার।