ad
ad

Breaking News

North Bengal Flood

ইচ্ছামতো জল ছাড়ছে, ‘ম্যান মেড’ বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকে তোপ মমতার

যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী সমালোচনা করেছেন ডিভিসির কাজকর্মের।

North Bengal Flood: CM Visits Affected Areas, Slams DVC

চিত্র: সংগৃহীত

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ধারাবাহিক বৃষ্টির জেরে চরম শোচনীয় অবস্থা গোটা উত্তরবঙ্গের। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন, তা সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিমানবন্দর চত্বর থেকে তিনি একহাত নেন ডিভিসিকে। তাঁর অভিযোগ, তাদের তরফ থেকে জল ছাড়া হচ্ছে ইচ্ছামতো। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী সমালোচনা করেছেন ডিভিসির কাজকর্মের (North Bengal Flood)।

[আরও পড়ুন: নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো! শিক্ষকের অভিনব উদ্যোগ]

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কত জল সামলাবো? জল আসছে বিহার, উত্তরপ্রদেশ থেকে। গঙ্গার টইটম্বুর অবস্থা।” এরপর ডিভিসিকে আক্রমণ করে তাঁর দাবি, “নিজেদের ইচ্ছামতো জল ছেড়ে চলেছে ওরা। ধারাবাহিক জলযন্ত্রণা ভোগ করছি মাইথন, ডিভিসন, পাঞ্চেতের জন্য। সেদিন কি অবস্থা হয়েছিল কলকাতার। এদিকে ভয়াবহ অবস্থা নাগরাকাটা, ধুপগুড়ির সিকিম, ভুটানের জলে।” তিনি দাবি করেন, “এত মানুষ মারা গিয়েছেন ম্যান মেড বন্যায় (North Bengal Flood)।”

FB POST: https://www.facebook.com/share/r/1ZzLtg77zi/

প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগের জেরে শনিবার রাত থেকেই গোটা উত্তরবঙ্গের অবস্থা চিন্তাজনক। একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে সেখানকার অঞ্চলগুলি। তার উপর ভুটান থেকে যেই জল নেমে এসেছে, তা পরিস্থিতি আরো খারাপ করে তুলেছে। একাধিক মানুষ আহত ও নিহত হয়েছেন এর জেরে। এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনীতি ও রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলে বিজেপি। যদিও মুখ বন্ধ করে থাকেনি শাসকদলও। তাদের তরফ থেকেও পাল্টা দেওয়া হয় গেরুয়া শিবিরকে। কেন্দ্রের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছে দল। তবে পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে দু’পক্ষের থেকেই (North Bengal Flood)।