Bangla Jago Desk: কারও জ্বর বা শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে এবং ওই ব্যক্তি যদি সম্প্রতি (২১ দিনের মধ্যে) কেরলার এর্নাকুলমে গিয়ে থাকেন, তাহলে দ্রুত তাঁর পরীক্ষা করানোর জন্য বলা হয়েছে। বাংলায় নিপার সংক্রমণ ঠেকাতে একগুচ্ছ উপদেশাবলী জারি করেছে স্বাস্থ্যভবন। নিপা মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। বাদুড়, শুয়োর থেকে মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ছড়ায়। ঠোকরানো ফল, খেজুরের রস থেকে ভাইরাস ছড়ানোর আশঙ্কা থেকে যায়। আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্পর্শে এলে ভাল করে সাবান দিয়ে হাত ধুতে হবে। আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরিয়ে রাখতে হবে। রোগ প্রতিরোধের পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। অস্বাভাবিক কোনও উপসর্গ দেখলেই রোগ নির্ণয়ে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কী কী করণীয়, সেই সংক্রান্ত বিষয়েও সাধারণ মানুষকে সতর্ক করেছে স্বাস্থ্য ভবন।
অসুস্থ ব্যক্তির সংস্পর্শে এলে সাবান দিয়ে হাত ধোয়া, যে কোনও ফল খাওয়ার আগে ভাল করে ধুয়ে নেওয়া, আধ খাওয়া কোনো ফল না খাওয়া, গাছের নীচে পড়ে থাকা কোনও ফল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি খেজুরের কাঁচা রসও না খাওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য ভবন।প্রসঙ্গত, বেলেঘাটা আইডি হাসপাতালে ইতিমধ্যেই নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক রোগীকে ভর্তি রাখা হয়েছে। তাঁর নমুনাও পরীক্ষা করে দেখার জন্য পুণের এনআইভিতে পাঠানো হয়েছে বেলেঘাটা আইডি থেকে।ফের আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস (Nipah virus)। কেরলের (Kerala) কোঝিকড়ের হাসপাতালে ২ জনের মৃত্যুকে কেন্দ্র নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। ওই ২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। কেননা, ঠিক কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। তবে যে উপসর্গের জেরে তাঁদের মৃত্যু হয়েছে, সেটা নিপা ভাইরাস সংক্রমণের লক্ষণ বলে চিকিৎসকদের দাবি। এছাড়া ওই একই উপসর্গ নিয়ে আরও ৩ শিশু-সহ ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে উদ্বেগ বাড়ছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার কোঝিকড়ের এক বেসরকারি হাসপাতালে যে ২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁদেরই এক আত্মীয়, ২২ বছরের যুবকও একই উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি আইসিইউ-তে রয়েছেন। এছাড়া যে ৩ শিশু ভর্তি রয়েছে তাদের মধ্যে ৪ বছর, ৯ বছর থেকে ১০ মাস বয়সের শিশুও রয়েছে। সকলেরই জ্বর, সর্দি, শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে।বছর দুয়েক আগেও নিপা ভাইরাসের সংক্রমণ কেরলে মারাত্মক আকার ধারণ করেছিল। তাই আগাম সতর্কতা নিতে তৎপর পিনারাই বিজয়নের সরকার। নিপা-সংক্রমণ নিয়ে সোমবারই রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। কোঝিকড়ে নিপা সতর্কতাও জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। অন্যদিকে, কোঝিকড়ের বেসরকারি হাসপাতালে ৩ শিশু-সহ যে ৪ জন নিপা-র উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন, তাঁদের রক্তের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউফট অফ ভাইরোলজি (NIV)-তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই রাজ্যে নিপা সংক্রমণ আদৌ হয়েছে কিনা তা স্পষ্ট হবে। তবে নিপা সংক্রমণ ঠেকাতে আগাম সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী।