ad
ad

Breaking News

Nabanna

মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ নবান্ন’র

Bangla Jago Desk: জয় চক্রবর্তী :মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল নবান্ন। কি অবস্থায় প্রসৃতির মৃত্যু হয়েছে? যে স্যালাইন ব্যবহার করা হয়েছে তার অবস্থা কি ছিল? ব্ল্যাক লিস্টেড কোন কোম্পানির স্যালাইন কেন ব্যবহৃত হয়েছে? সমস্ত প্রশ্নের উত্তর চেয়েছেন নবান্ন। স্বাস্থ্য দপ্তরকে অবিলম্বে রিপোর্ট দেওয়ার নির্দেশ মুখ্য সচিব মনোজ পন্থের। আগামী […]

Nabanna takes strict action against Midnapore Medical College incident

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: জয় চক্রবর্তী :মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল নবান্ন। কি অবস্থায় প্রসৃতির মৃত্যু হয়েছে? যে স্যালাইন ব্যবহার করা হয়েছে তার অবস্থা কি ছিল? ব্ল্যাক লিস্টেড কোন কোম্পানির স্যালাইন কেন ব্যবহৃত হয়েছে? সমস্ত প্রশ্নের উত্তর চেয়েছেন নবান্ন। স্বাস্থ্য দপ্তরকে অবিলম্বে রিপোর্ট দেওয়ার নির্দেশ মুখ্য সচিব মনোজ পন্থের। আগামী দু’দিনেই দিতে হবে রিপোর্ট। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে নবান্ন।