Bangla Jago Desk: প্রশাসনে গতি আনতে আবার রদবদল নবান্নের।মূলতঃ কর্মসংস্কৃতি বজায় রাখার লক্ষ্যে দায়িত্বে বদল ঘটানো হল বলে প্রশাসনের কর্তারা বলছেন। সোমবার নবান্ন যে নির্দেশিকা প্রকাশ করেছে, তাতে ডব্লিউবিসিএস (এগজ়িকিউটিভ) স্তরে অফিসারদের পাশাপাশি বদলি হয়েছেন জেলাস্তরে বিভিন্ন পদে কর্মরত আইএএস অফিসারেরাও। সব মিলিয়ে ১৫৮ জনের বদলি এ দিন কার্যকর করেছে নবান্ন। আরও তিন জন আইএএস অফিসারের বদলি হয়নি, তবে তাঁদের দায়িত্বে বদল ঘটেছে। বেশ কিছুদিন আগে ১২টি জেলার জেলাশাসক ছাড়াও জেলা পুলিশ প্রশাসনেও বড়সড় রদবদল করেছিল নবান্ন।
১২১জন ডব্লুউবিসিএস-৩৭জন আইএএস বদলি, ৩৭ জনের মধ্যে ১৩ জন যুগ্ম সচিব পদে বদলি। একইসঙ্গে ১৪ জন অতিরিক্ত জেলাশাসক পদে দায়িত্ব পেয়েছেন। বিভিন্ন দপ্তরে ওএসডি পদে থাকা ১০ জন আইএএস অফিসারকে বিভিন্ন জেলায় এসডিও পদে বদলি করেছে রাজ্য সরকার। হাওড়া পুরনিগমের কমিশনার ধবল জৈন হচ্ছেন কমিশনার।
অতিরিক্ত এডিএম দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। পর্যটন দপ্তরের সিনিয়র বিশেষ সচিব শশাঙ্ক শেঠি ওই দপ্তরেরই ডিরেক্টর হয়েছেন। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক প্রীতি গোয়েল পেয়েছেন জিটিএ’র প্রধানসচিবের অতিরিক্ত দায়িত্ব। উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ-প্রশাসনের সমন্বয় যেমন বাড়ানো হচ্ছে তেমনই দায়িত্বের পুর্নবিন্যাস করেও কাজের গতি আনার ধারা বজায় রাখা হচ্ছে প্রশাসনের কর্তারা মনে করছেন।
Free Access