ad
ad

Breaking News

Firhad Hakim

Firhad Hakim: শহরে জমা জলের সমস্যা মেটাতে তৎপর পুরপ্রশাসন

কলকাতায় জমা জলের সমস্যার মোকাবিলায় পুরপ্রশাসন কোমর বেঁধে নামছে।এবার জমা জলের ঝঞ্জাট কমাতে ড্রেজিংয়ে জোর দেওয়া হচ্ছে।

Municipal administration is active to solve the problem of stagnant water in the city

নিজস্ব ছবি

Bangla Jago Desk: কলকাতায় জমা জলের সমস্যার মোকাবিলায় পুরপ্রশাসন কোমর বেঁধে নামছে। এবার জমা জলের ঝঞ্জাট কমাতে ড্রেজিংয়ে জোর দেওয়া হচ্ছে। মূলতঃ সংস্কার করে খালগুলোতে জলের প্রবাহ বাড়ানোর চেষ্টা চলছে। যাতে রাস্তার জমা জল সেইসব খালে পড়ে। সেচ দফতর জায়গায় জায়গায় পাম্পিং স্টেশনকে কাজে লাগাতে চায় বলেও জানা যাচ্ছে।

বর্ষার বৃষ্টি নামলেই  জল জমে শহরে। যারজন্য জেরবার হতে হয় কলকাতার মানুষকে।তাই শহরের জমা জলের সুরাহা করতে সেচের খাল সংস্কারে এগিয়ে এসেছে পুরপ্রশাসন।সেইমতো নতুন পরিকল্পনা করা হচ্ছে। পুরও নগরোন্নয়ন দফতর এই সংস্কারের কাজে নেমেছে। বেশ কয়েকটি জায়গায় খালের ধারে জবরদখলের ঘটনা বেড়েছে। যারজন্য খাল সংস্কার করাই যাচ্ছে না। একথা মেনে নিয়ে প্রশাসন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসতে চায়। পুরসভার এই সংস্কারমুখী ভূমিকার কথা তুলে ধরেছেন মেয়র ফিরহাদ হাকিম।খালের পলি তোলা থেকে পাম্পিং স্টেশনের মাধ্যমে জল তোলার কাজে গতি আনা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

তিনি আরও জানান কিছু কিছু জায়গায় সেচ দফতরের জায়গায় পাম্পিং স্টেশন করার পরিকল্পনা নিতে বলা হয়েছে। খাল ধরের যেসব জায়গায় এখনো ফাঁকা আছে সেটা আমাদের চিহ্নিত করে দিলে আমার সেই জায়গায় গুলিতে পাকা রাস্তা করে দেব বলে আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া অনেক জায়গায় থেকে বহুতল থেকে আবর্জনা ফেলার অভিযোগ আসছে ফলে তাদের কে সতর্ক করে সচেতনতা বৃদ্ধি করা হবে বলেও বার্তা দিয়েছেন তিনি।

দরকার পড়লে ফাইন করা হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। মেয়র এদিন অভিযোগ করেন যে আলিপুরের অনেক বহুতল থেকে নোংরা আবর্জনা রাস্তার ধারে ফেলা হচ্ছে। এই প্রবণতার জন্য কলকাতা পুরসংস্থার পক্ষ থেকে আদিগঙ্গা উপরে থাকা ব্রিজে জাল দিতে হচ্ছে বলে জানান তিনি।