Bangla Jago TV Desk : দুর্গা পুজাকে কেন্দ্র করে কিছু দিন আগেই মেতে উঠেছিল শহর কলকাতা। তবে সে উৎসব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভালভাবেই। সামনেই আসছে কালী পুজো। সেটা নিয়ে সাধারন মানুষের সাথেই মেতে উঠেছে কলকাতা পুর সভা। ইতিমধ্যেই কালী পুজোর ব্যাবস্থা করতে তৎপর প্রশাসন। এই বিষয় নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, আজই সমস্ত বিভাগকে নিয়ে বৈঠক করা হল। দুর্গা পূজায় কোনো রকমের দুর্ঘটনা ছাড়া একটি বড় উৎসব পালন হয়েছে। যেখানে কয়েক কোটি মানুষ অংশগ্রহণ করেছেন। সামনেই কালি পূজো রয়েছে। তার ব্যাবস্থা করার জন্য জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।
যেহুতু রবীন্দ্র সরোবর বন্ধ হয়ে গেছে। তার জন্য অনেক ছোট ছোট ঘাট এবং গঙ্গা ধারের ঘাট গুলিতে পুলিশকে নজরদারি করতে বলা হয়েছে। যদি কোথায় আলোর ব্যবস্থা কম থাকে সেটা দেখতে বলা হয়েছে। সমস্ত ঘাটে মহিলা দের জামাকাপড় বদল করার জায়গায় এবং সৌছালায়ের ব্যাবস্থা করতে বলা হয়েছে। কে এম ডি এ এবং কলকাতা পৌর সংস্থা ও পি ডাব্লিউ ডি মিলে এইসমস্ত ব্যবস্থা করা হবে। এখন রবীন্দ্র সরোবরে কেউ যায়না। তার জায়গায় ২৩ টি নতুন করে ঘাট করা হয়েছে। টালিগঞ্জ, খিদিরপুর, সহ মোট ১১৬ টি ঘাট রয়েছে।
তার মধ্যে গঙ্গা ঘাট এবং কলকাতা পোর্ট ট্রাস্টের আয়োজন করা হয়। যেগুলো কলকাতার পোর্ট ঘাটগুলি রয়েছে। সেখানে রাস্তা তৈরি করে দেওয়া হবে। যাতে দান্ডি কাটতে সমস্যা যাতে না হয়। আমরা যেটা দূষণ নিয়ে ঠিক করেছি সেটা কম করার জন্য ধুলোপনা কে আনা। দূষণ পরিষদকে নিয়ে রাস্তায় নামানোর জন্য পুলিশকে বলব যে রাস্তায় আগুন জ্বালানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলবো।
FREE ACCESS