ad
ad

Breaking News

Meeting in Nabanna

Mamata Banerjee: আইনশৃঙ্খলা নিয়ে নবান্নে বৈঠক,আইন হাতে নিলে কড়া ব্যবস্থা  রাজ্যের

আইনশৃ্ঙ্খলা নিয়ে কড়া ব্যবস্থার পথে রাজ্য সরকার।এবার কেউ আইন হাতে তুলে নিলে আইনানুগ কঠোর পদক্ষেপ করতে হবে।

Meeting in Nabanna on law and order, strict action of the state if the law is taken into hand

সংগৃহীত

Bangla Jago Desk: আইনশৃ্ঙ্খলা নিয়ে কড়া ব্যবস্থার পথে রাজ্য সরকার।এবার কেউ আইন হাতে তুলে নিলে আইনানুগ কঠোর পদক্ষেপ করতে হবে। ডিজি-এডিজিদের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।মঙ্গলবার নবান্নে হয় উচ্চ পর্যায়ের বৈঠক।সেখানে নারী নির্যাতন রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ জারি করেছেন প্রশাসনিক প্রধান।সাম্প্রতিক সময়ে কলকাতা সহ বিভিন্ন জেলায় আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে।কিছু মানুষ উন্মত্তের মতো রাস্তায় ফেলে সন্দেহবশতঃ মারধর করছে।

তাতে অনেকের মৃত্যুও হয়েছে।তাই আর যাতে এই অসহিষ্ণু আচরণ না দেখা যায় সেজন্য আইনি পথে পরিস্থিতি মোকাবিলা করার পথে হাঁটতে চাইছে বাংলার সরকার। কোনও নিরাপত্তা নিয়ে আশঙ্কা যাতে তৈরি না হয় সেজন্য মুখ্যমন্ত্রী পুলিশকে দেখামাত্র ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।আশা করা হচ্ছে, কঠোর পদক্ষেপের জেরে ধরপাকড় আরও বাড়বে। অপ্রীতিকর ঘটনার সংখ্যা কমে আসবে।