চিত্র: সংগৃহীত
দেবজিৎ মুখার্জি, কলকাতা: দক্ষিণ কলকাতা ল কলেজ ছাত্রী গণধর্ষণকাণ্ডে আরও বিপাকে মূল অভিযুক্ত মনোজিত মিশ্র (Manojit Mishra)। এবার তাঁকে ঘিরে উঠে এল আরও বড় চাঞ্চল্যকর তথ্য। শনিবার মূল অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করার সময় তদন্তকারীদের ধৃত নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় জানান যে ঘটনার দিন নির্যাতিতার চিৎকার শুনে তিনি সেখানে ছুটে এসেছিলেন এবং এরপর তাঁকে নাকি গুলি করে হত্যার হুমকি দেয় মনোজিত ও তাঁর বাহিনীর তরফ থেকে। প্রশ্ন উঠছে, ধৃতদের মধ্যে কারোর কাছে কি আগ্নেয়াস্ত্র ছিল। সেই ব্যাপারে আপাতত তদন্ত করছে পুলিশ।
[আরও পড়ুন: Para Teacher: প্যারা টিচারদের জন্য সুখবর! বাড়ছে বেতন, মিলছে পদোন্নতি ও নতুন পদবী]
প্রসঙ্গত, জুনের ২৫ তারিখে এই ঘটনাটি ঘটে। পদের টোপ দেখিয়ে নির্যাতিতাকে ডেকে পাঠানো হয় এবং তারপর চলে শারীরিক অত্যাচার। এরপরই নির্যাতিতার তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ এবং গ্রেফতার করে মনোজিৎ ও তাঁর সঙ্গীদের। পরে, গ্রেফতার করা হয় কর্তব্যরত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। পুলিশের তরফ থেকে সিট গঠন করা হয়েছে ঘটনার খুঁটিনাটি তদন্তের জন্য (Manojit Mishra)।
তবে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক লড়াই। শাসকদল তৃণমূল কংগ্রেসকে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি ও বাম-কংগ্রেস। পথে নেমেও প্রতিবাদ জানানো হয়েছে তাদের তরফ থেকে। যদিও ঘাসফুল শিবির পরিষ্কার করে দিয়েছে যে দল এই অন্যায় কখনো মেনে নেবে না এবং অপরাধীদের শাস্তি দেওয়া হবে। এখানেই শেষ নয়, নির্যাতিত তার পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছে রাজ্য সরকার (Manojit Mishra)।