ad
ad

Breaking News

Maniktala market

Maniktala market: দাম কমাতে নজরদারি, মানিকতলা বাজারে টাস্কফোর্স

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের পর বৃহস্পতিবার মানিকতলা বাজারে নজরদারি চালান টাস্ক ফোর্সের সদস্যরা

Maniktala market task force to monitor price reduction

ছবিঃ সংগৃহীত

Bangla Jago desk: মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের পর বৃহস্পতিবার মানিকতলা বাজারে নজরদারি চালান টাস্ক ফোর্সের সদস্যরা। বেশি দামে সবজি বেঁচায় অনেককেই ধমক খেতে হয়। বেশি মুনাফা লাভ করতে গেলে বিপদে পড়বেন, ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা। বাজারে জিনিসপত্রের দাম আগুন। শাক-সবজি থেকে মাছ- মাংস- ডিম – সব কিছুরই আগুন দাম। হাত ছোঁয়ানোর জোগাড় নেই। ১০ দিনের মধ্যে দাম কমানোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বাজার নজরদারিতে নেমেছেন টাস্ক ফোর্সের সদস্যরা। বৃহস্পতিবার মানিকতলা মার্কেটে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা। এদিন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে বিশেষ নজরদারি টিম মানিকতলা মার্কেটে পৌঁছে যান সকাল সকাল। এই টিমের সঙ্গে ছিলেন পুলিশ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বাজারের একের পর এক সবজির দোকান ভিজিট করেন তারা।

কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে তা জানতে চান। আলু বেগুন পেঁয়াজ পটল মুলো বরবটি কপি শাক -নাম করে করে দাম জানেন। পাইকারি বাজারে কত দাম আর মানিকতলা বাজারে কত দামে বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখেন। পাইকারি বাজারের তুলনায় যেসব জিনিস অনেক বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা, তারা ধমকের মুখে পড়েন। টাস্ক ফোর্সের সদস্যরা ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেন বেশি মুনাফা লাভ করতে গেলে বিপদে পড়বেন। নির্দিষ্ট লাভ রেখে যেন তারা বিক্রি করেন। সেই সঙ্গে কোন জিনিসের কত দাম তার রেট চার্ট রাখার কথা বলেন। তা না রাখলে পুলিশ ব্যবস্থা নেবে একথাও জানিয়ে দেন নজরদারি টিমের সদস্যরা। এদিন রবীন্দ্রনাথ কোলে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের প্রত্যেকটি বাজারে নজরদারি চালানো হবে ধারাবাহিকভাবে।

কোন ব্যবসায়ী অতিরিক্ত লাভের জন্য বেশি দাম নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন টাস্কফোর্সের সদস্যরা। এই নজরদারি শুরুর পর দাম অনেক অনেকটা কমেছে বলেই দাবি করেন তারা। মানিকতলা মার্কেটের পাশাপাশি কলেজস্ট্রিট মার্কেটেও এদিন নজরদারি চালান টাস্ক ফোর্সের সদস্যরা। একইভাবে ব্যবসায়ীদের সতর্ক করেন তারা। এই দলের সদস্যদের আশা জিনিসপত্রের দাম দ্রুত কমবে। ইতিমধ্যেই দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন তারা। এদিন রবীন্দ্রনাথ কোলে ছাড়াও নজরদারি টিমে ছিলেন ব্যবসায়ী সংগঠনের অন্যতম কর্তা কমল কুমার দে, মানিকতলা ব্যবসায়ী সংগঠনের অন্যতম কর্তা বিজয় সাউ সহ অন্যান্যরা।