চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: কলকাতার ব্যবসায়ীদের সতর্কবার্তা দিল পুলিশ। আগামী ১ এপ্রিলের মধ্যেই মেয়াদ ফুরোচ্ছে পুলিশ লাইসেন্সের। তাই নতুন করে লাইসেন্স সংগ্রহ করা বা মেয়াদ বৃদ্ধি করা বাধ্যতামূলক। কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী, চায়ের দোকান, পান-বিড়ি-সিগারেটের দোকান, হোটেল, রেস্তরাঁ কিংবা যেকোনো খাবার বা পানীয় বিক্রির ব্যবসায়ীদের অবশ্যই বৈধ পুলিশ লাইসেন্স রাখতে হবে।
কলকাতা পুলিশের ‘বন্ধু অ্যাপ’ ও ‘বন্ধু পোর্টাল’-এর মাধ্যমে ব্যবসায়ীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ব্যবসায় কী ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে, তা স্পষ্টভাবে উল্লেখ করেই লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
লালবাজারের সূত্রে জানা গেছে, অনেক ব্যবসায়ী জানেন না যে তাঁদের পুলিশ লাইসেন্স রাখা প্রয়োজন। ট্রেড লাইসেন্স বা ফুড লাইসেন্স থাকলেই ব্যবসা করা যায় বলে অনেকের ধারণা। এই ভুল ধারণা দূর করতে গত কয়েক মাসে কলকাতা পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়িক কমিটি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেছেন পুলিশ আধিকারিকরা।
এই অভিযানের ফলে নতুন পুলিশ লাইসেন্স নেওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধুমাত্র উত্তর কলকাতায় গত এক বছরে প্রায় ৮০০টি নতুন পুলিশ লাইসেন্স ইস্যু করা হয়েছে।
সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, যেসব দোকান বা প্রতিষ্ঠান পুলিশ লাইসেন্স নেবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে, মদের দোকান, পানশালা, ক্লাব, সিনেমা হল এবং খাবার-সংক্রান্ত ব্যবসায় এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ লাইসেন্স সংগ্রহ করে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে। না হলে ভবিষ্যতে জরিমানা বা আইনি জটিলতায় পড়তে হতে পারে।