ছবিঃ নিজস্ব
Bangla Jago Desk: আড়িয়াদহর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। সামনে এসেছে জয়ন্ত সিংয়ের দাদাগিরি। রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল। ঠিক তার আগে আড়িয়াদহ কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হয়। বিজেপির আইটি সেলের অন্যতম অমিত মালব্য ওই ভিডিও সামনে আনেন। তারপর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে সেই ভিডিয়ো সম্প্রচার হতে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রথমবার মুখ খুললেন। চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রাজ্যের শাসকদলকে ড্যামেজ করতেই ষড়যন্ত্রমূলকভাবে ওই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে বলে অভিযোগ মমতার। মুম্বাই যাওয়ার পথে কলকাতা এয়ারপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২১ সালের একটি ভিডিয়োকে সামনে রেখে রাজনীতি করা হচ্ছে। এদিন মমতা বলেন, সেই সময় ব্যারাকপুরের সাংসদ ছিলেন অর্জুন সিং। তার সময়ের এই ঘটনা। কোন অন্যায়কে সরকার বরদাস্ত করে না। যে ঘটনার প্রেক্ষিতে এই শোরগোল তার পিছনে কোন রাজনীতি নেই, একটি পারিবারিক বিরোধের ঘটনা। এই ঘটনায় পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
আড়িয়াদহের ঘটনা নিয়ে এদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন: