চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: শিয়ালদহ ডিভিশনে আবারও ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১০:১৫ থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়ার ব্লকের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে শিয়ালদহ বাসুলডাঙা ব্রিজের গার্ডার পরিবর্তনের কাজ চলবে, ফলে দক্ষিণ শাখার একাধিক ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
কোন ট্রেনগুলি বাতিল বা সংক্ষিপ্ত করা হয়েছে?
পূর্ব রেল সূত্রে জানা গেছে—
শনিবার রাতে বাতিল হওয়া ট্রেনগুলি:
৩৪৮৬০ ডাউন ডায়মন্ড হারবার লোকাল
৩৪৮৫৬ ডাউন ডায়মন্ড হারবার লোকাল
৩৪৮৫৭ আপ ডায়মন্ড হারবার লোকাল
এছাড়া, দুজোড়া ডায়মন্ড হারবার লোকাল মগরাহাট ও বারুইপুরে যাত্রা শেষ করবে।
রবিবার, ৯ ফেব্রুয়ারি বাতিল হওয়া ট্রেনগুলি:
আপ ট্রেন: ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩
ডাউন ট্রেন: ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০
এছাড়া, চারজোড়া ডায়মন্ড হারবার লোকাল মগরাহাট পর্যন্ত চলবে, তারপর ফের সেখান থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে।
এত দীর্ঘ সময় ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীরা সমস্যায় পড়তে পারেন, বিশেষত যারা নিয়মিত এই পথে যাতায়াত করেন। তবে রবিবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় ভিড় কিছুটা কম হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের সুরক্ষা ও ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতেই এই কাজ করা হচ্ছে। যাত্রীদের যাত্রাপথ পরিকল্পনা করার আগে পূর্ব রেলের আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।