ad
ad

Breaking News

Alipore Zoo

Alipore Zoo: ‘গ্রেড ওয়ান হেরিটেজ’ হিসেবে তালিকাভুক্ত হল ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানা

গত সেপ্টেম্বর মাসে দেড়শো বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম পুরনো চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা।

Listed as 'Grade One Heritage' is the traditional Alipore Zoo

সংগৃহীত

Bangla Jago Desk: গত সেপ্টেম্বর মাসে দেড়শো বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম পুরনো চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা। এবার, কলকাতা পুরসভা এই ঐতিহ্যবাহী চিড়িয়াখানাকে ‘গ্রেড ওয়ান হেরিটেজ’ হিসেবে তালিকাভুক্ত করেছে, যা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতির প্রতীক।

[আরও পড়ুন: কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে মিষ্টিতে অভিনবত্ব আনলো মেদিনীপুরের এক মিষ্টান্ন প্রতিষ্ঠান]

গত সোমবার, আলিপুর চিড়িয়াখানার ঐতিহ্যবাহী ভবনে একটি ‘নীল ফলক’ স্থাপন করা হয়। চিড়িয়াখানার প্রবেশদ্বারে এই ফলকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক চিহ্ন হিসেবে কাজ করবে।

কলকাতা পুরসভার একজন আধিকারিক জানিয়েছেন, “২০২২ সালে প্রথম ব্লু প্লাক স্থাপন করা হয়েছিল জান বাজারের রানি রাসমণির বাড়িতে। বর্তমানে কলকাতায় ৩৫০টিরও বেশি ঐতিহ্যবাহী ভবনে নীল ফলক স্থাপন করা হয়েছে।” এই ফলকের মাধ্যমে ভবনের জাতীয় গুরুত্ব ও ইতিহাসকে জনগণের সামনে তুলে ধরা হয়।

আলিপুর জুলজিক্যাল গার্ডেনের অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানান, “পুরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যারা আমাদের চিড়িয়াখানাকে ঐতিহ্যবাহী সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমরা খুবই আনন্দিত।”

১৮৭৫ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত আলিপুর চিড়িয়াখানায় বর্তমানে প্রায় ২,০০০ প্রাণী রয়েছে এবং প্রতি বছর প্রায় ৩৮ লক্ষ পর্যটক এখানে আসে। সম্প্রতি, নতুন একটি প্রাণী, আলপাকা, চিড়িয়াখানায় যোগ করা হয়েছে, যা মূলত পেরুর আন্দিজের পাদদেশে পাওয়া যায়।

[আরও পড়ুন: ধোঁয়ার চাদরে ঢাকা দিল্লির আকাশ]

আলিপুর চিড়িয়াখানার এই ঐতিহ্যবাহী স্বীকৃতি কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতের প্রজন্মের জন্য ঐতিহাসিক মূল্যবোধ সংরক্ষণে সহায়ক হবে।