চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলকে ঢেলে সাজানো হয়েছে। মলয় ঘটকের হাত থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে ব্যাটন তুলে দিয়েছে শীর্ষ নেতৃত্ব। কলকাতার টাউনহলে তৃণমূলের লিগ্যাল সেলের (Legal Cell) প্রথম বড় সাংগঠনিক বৈঠক হয়ে গেল। টাউন হলের এই বৈঠকে কলকাতা হাইকোর্ট, শিয়ালদহ কোর্ট, আলিপুর জজ ও পুলিশ কোর্ট, সিটি সিভিল ও সিটি সেশনস কোর্টের তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় হাজির ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বিশিষ্ট আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায়।ছাব্বিশের ভোটে বিরোধীদের পর্যুদস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার চর্তুর্থবার প্রত্যাবর্তন করবে বলে আশা প্রকাশ করেন অধ্যক্ষ। বিধানসভার গরিমা বজায় রাখতে বিরোধীদের দায়িত্বশীল হওয়ার প্রতি জোর দেন তিনি।শাসকদলের মতোই বিরোধীদেরও গণতন্ত্রের রীতিকে মান্যতা দেওয়ার আহ্বানও জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Uttar Pradesh: হুজুর, আমি বেঁচে আছি’- পোস্টার নিয়ে উত্তরপ্রদেশের জেলাশাসকের দফতরে শারদা দেবী
টাউন হলের এই সভায় হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি ও সাংসদ সুব্রত বক্সী,রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়,শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, অর্থ ও পরিবেশ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের (Legal Cell) চেয়ারপারসন চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক ও আইনজীবী অশোক দেব,জয় প্রকাশ মজুমদার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দেব। সুব্রত বক্সী আইনজীবীদের তাঁদের পেশার দায়বদ্ধ থাকার পাশাপাশি তৃণমূল কংগ্রেস এর দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
বাংলার বিরুদ্ধে কুকথা ও অপপ্রচারের বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে প্রচার করার প্রতি নজর দিতে বলেন অর্থমন্ত্রী ও আইনজীবী সেলের চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মর্যাদা,গৌরব বাড়ানোর পক্ষে লড়ছেন,সেইমতো তাঁর পাশে থাকা সংগঠনের আইনজীবীদের যে দায়িত্ব রয়েছে,সেকথাও বুঝিয়ে দেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,কিভাবে আইনজীবীদের সুরক্ষা দেওয়ার প্রয়াস নিয়েছেন তা তুলে ধরেন আইনও বিচার মন্ত্রী মলয় ঘটক।সবমিলিয়ে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল সাংগঠনিক স্তরে শক্তি বৃদ্ধিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট। (Legal Cell)