চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষকে সিবিআইয়ের মামলায় জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত ও উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ এই জামিন প্রদান করেন। তবে, কুন্তলকে কিছু শর্ত মানতে হবে।
২০২৩ সালের জানুয়ারিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন কুন্তল ঘোষ। এরপর ২০ ফেব্রুয়ারি তাকে সিবিআইও গ্রেপ্তার করে। তদন্তে তার বিরুদ্ধে একাধিক তথ্য উঠে আসে। কুন্তল বারবার জামিনের আবেদন জানান এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে পৌঁছান। ২০ নভেম্বর কলকাতা হাই কোর্টে ইডি মামলায় জামিন পাওয়ার পর এবার সিবিআই মামলায়ও জামিন পেলেন তিনি।
তবে, জামিন পেলেও কুন্তলকে বেশ কিছু শর্ত মানতে হবে। তার পাসপোর্ট জমা রাখতে হবে এবং রাজ্যের বাইরে যাওয়ার জন্য নিম্ন আদালত ও তদন্তকারী সংস্থার অনুমতি নিতে হবে। যদি তিনি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার চেষ্টা করেন, তবে জামিন বাতিল হয়ে যাবে। এছাড়া, তাকে এজেন্সি ও আদালতে মোবাইল নম্বর জমা রাখতে হবে এবং যে কোনও সময় তাকে তলব করা হতে পারে। তিনি এই মামলার বিষয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্যও করতে পারবেন না এবং সরকারি পদে থাকতে পারবেন না।
কুন্তলের আইনজীবীরা আদালতে জানান, তিনি প্রায় ১৯ মাস ধরে জেলে আছেন। ইডি তাকে গ্রেপ্তার করার পর জামিন পেয়েছেন। সিবিআইয়ের তদন্ত এখনও চলছে এবং চার্জশিট পেশ করা হয়েছে। তবে সিবিআই আইনজীবীরা বলেন, কুন্তল খুব প্রভাবশালী ব্যক্তি এবং তিনি প্যারালাল ওয়েবসাইট তৈরি করে বড় ধরনের কেলেঙ্কারি করেছেন।
ডিভিশন বেঞ্চ বলেন, তদন্ত শেষ হতে অনেক সময় লাগতে পারে, তাই জামিন দেওয়া হচ্ছে। শর্তসাপেক্ষে জামিনের পর কুন্তলের জেল মুক্তির পথে আর কোনো বাধা রইল না। আগামী সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলাও এই একই বেঞ্চে শুনানি হবে, যা আইনজীবী মহলের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।