চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ফুটপাথে মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে,তারজন্য পুরপ্রশাসন ব্যবস্থা করতে চায়। ৫ফুটের বেশি ফুটপাথ রাখার নিয়ম নেই।টক টু মেয়র অনুষ্ঠানে একথা জানান মেয়র ফিরহাদ হাকিম।ব্যস্ততম রাস্তার পরিস্থিতি কী তা দেখতে বাংলা জাগোর ক্যামেরা পৌঁছে যায় গড়িয়াহাটে। আমাদের খবরের পরই রাস্তা দখলমুক্ত রাখার জন্য পুরসভার তরফে জারি হয়েছে নোটিশ (Kolkata to clear illegal footpath) ।
আরও পড়ুন: Odisha Flood: জলমগ্ন ওড়িশার বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত ৫০ হাজারের বেশি মানুষ
তিলোত্তমার পথে-প্রান্তরে সংস্কারের কর্মযজ্ঞ চলছে। সিটি অব জয়ের জনপথ দিয়ে যাতে জনতা নিশ্চিন্তে চলাচল করতে পারে,তারজন্য পুরপ্রশাসন ফুটপাথ ঢেলে সাজানো হচ্ছে।পথের শ্রী বজায় রাখার পাশাপাশি ফুটপাথ দখলমুক্ত করার জন্য নীতিসম্মত সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।বর্তমানে বিদেশী পর্যটক থেকে প্রবাসী বাঙালি,শিল্পপতি থেকে সৃষ্টিশীল মানুষ ভালোবাসার টানে এই শহরে আসছে।বিশ্বজনীন শহরের রূপ-সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিকাঠামোর বিকাশ নজরকাড়া করার চেষ্টাও অব্যাহত।এর মাঝে টকটু মেয়র অনুষ্ঠানে মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন, পুরসভা সিদ্ধান্ত নিয়েছে,ফুটপাথ দখল মুক্ত করার প্রয়াস জারি আছে (Kolkata to clear illegal footpath)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
৫ফুটের বেশি ফুটপাথ রাখার নিয়ম নেই,বার্তা মহানাগরিকের। ফুটপাথে পথচারীদের নিরাপদ চলাচলের সুবিধার জন্য রোডম্যাপ তৈরি করা হচ্ছে। বেদেখলের ঝোঁক কমাতে নজরদারিবাড়িয়েছে কলকাতা পুরপ্রশাসন। পুরসভা বাংলা জাগো খবরের পরই দখলমুক্ত করার অভিযানে নামতে চায়।সোমবার থেকে শুরু হচ্ছে গড়িয়াহাটের দখলদারির বিরুদ্ধে অ্যাকশন। কেন এই কাজ করছেন ? জবরদখলকারীরা ?এই প্রশ্ন করতেই আমতা আমতা করে উত্তর দেন বিক্রেতা ও ব্যবসায়ীরা।প্রশ্ন শুনে কেউ কেউ ক্ষিপ্ত হন। পুরসভা ফুটপাথের এই দখলদারি দেখেই কড়া পদক্ষেপ করে (Kolkata to clear illegal footpath)।