ad
ad

Breaking News

Maniktala by-election

মানিকতলা উপনির্বাচনকে কেন্দ্র করে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের

বুধবার কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই নির্বাচনের কারণে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।

Kolkata Police has issued a traffic control notice on several roads in the city based on the Maniktala by-election

সংগৃহীত

Bangla Jago Desk: বুধবার কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই নির্বাচনের কারণে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।

বুধবার ভোর ৫টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে এই যান নিয়ন্ত্রণ। ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সিআইটি রোড, মানিকতলা মেন রোড, উলটোডাঙা মেন রোড, এপিসি রোড, বিধান সরণি, বিবেকানন্দ রোড, অরবিন্দ সরণি, বিডন স্ট্রিট, রাজা দীনেন্দ্র স্ট্রিট, আর জি কর রোড ও ক্যানাল ওয়েস্ট রোডে ভোর পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। পচনশীল পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি যাতায়াতের ক্ষেত্রে থাকবে বিধি-নিষেধ। মঙ্গলবার সকাল থেকে ভোট কর্মীরা ভোটের সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। উপ নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকছে। ভোটারদের ভোটদানে আগ্রহ বাড়াতে কমিশনের তরফ থেকে ব্যাপক প্রচার চলে। ভোটের স্লিপ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধন পান্ডে। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আদালতে মামলা চলার কারণে দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিল মানিকতলায়। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন ফুটবলার কল্যাণ চৌবে।