ad
ad

Breaking News

কলকাতা পুলিশ

এবছর দুর্গাপুজর প্যান্ড্যালে কোথায় কত ভিড় থাকবে তা আগাম জানাতে কলকাতা পুলিশের নয়া উদ্যোগ

Bengal Jago Desk: কলকাতার দুর্গাপুজো  মানেই ভিড়ে ঠাসা মণ্ডপ।থিমে ভরা শহরে, ষষ্ঠী নয় প্রতিপাদ থেকেই শুরু হয়ে যায় প্যান্ডেল হপিং। প্রতিপাদে কসবা বোসপুকুর থেকে শিবমন্দির, দ্বিতীয়ায় টালা পার্ক থেকে হাতিবাগান সার্বজনীন, তৃতীয়ায় বাগবাজার থেকে কুমারটুলি হয়ে মহম্মদ আলি পার্ক। এরকম রীতিমতো ম্যাপ ধরে প্ল্যান কষে, রাত জেগে ঠাকুর দেখা। এই সব প্যান্ড্যালে গিয়ে ঠাকুর দেখা মানে […]

Bengal Jago Desk: কলকাতার দুর্গাপুজো  মানেই ভিড়ে ঠাসা মণ্ডপ।থিমে ভরা শহরে, ষষ্ঠী নয় প্রতিপাদ থেকেই শুরু হয়ে যায় প্যান্ডেল হপিং। প্রতিপাদে কসবা বোসপুকুর থেকে শিবমন্দির, দ্বিতীয়ায় টালা পার্ক থেকে হাতিবাগান সার্বজনীন, তৃতীয়ায় বাগবাজার থেকে কুমারটুলি হয়ে মহম্মদ আলি পার্ক। এরকম রীতিমতো ম্যাপ ধরে প্ল্যান কষে, রাত জেগে ঠাকুর দেখা। এই সব প্যান্ড্যালে গিয়ে ঠাকুর দেখা মানে ভির ঠেলে লাইনে দাড়িয়ে বোর হওয়া। কিন্তু ভিড় বলে তো আর পুজোয় ঠাকুর দেখা উপেক্ষা করা যায় না। এবার পুজোয় মুশকিল আসান করতে আসছে কলকাতা পুলিশ। কখন ভিড় কমবে, কোথায় কত ভিড় সেটা আগাম জানার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ।

কোথায় কত ভিড় হচ্ছে তার লাইভও ঘরে বসে দেখতে পারবেন আপনি। এমনকী  কোন পুজো মণ্ডপে কোন রাস্তা দিয়ে যাবেন, তা জানার জন‌্য কাউকে দরকার হবে না। এবার সব কিছুই থাকবে আপনার হাতের মুঠো থাকবে। বড় পুজো উদ্যোক্তাদের কোথায় কত ভিড় হচ্ছে সবটা আগাম জানিয়ে দেবে কলকাতা পুলিশ।শুধু তাই নয়, বাড়ি থেকে বেরনোর আগে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও পাবেন ভিড়ের আভাস। আধুনিক টেকনোলজিকে ব্যবহার করে প্যান্ডেল হপারদের পুজোর উপহার দিতে চলেছে কলকাতা পুলিশ।

কী ভাবে বাড়িতে থেকে কলকাতার রাস্তায় বেরলে জানা যাবে ভিড় কেমন? কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবার শহরের মোড়ে মোড়ে ‘ইলেকট্রনিক ডিসপ্লে-বোর্ড’এর মাধ্যমে কলকাতা পুলিশ জানিয়ে দেবে কোথায় কত ভিড়, দাঁড়াতে হবে কতক্ষণ। ঠিক যেভাবে অ্যাপে দেখা যায় লাইভ ট্রাফিক আপডেট তেমনভাবেই এবার পুজোর কদিন দেখা যাবে লাইভ ভিড়ের আপডেট।