Bangla Jago Desk: বাঙালিদের কাছে দুর্গাপুজো এখন মহালয়া থেকেই শুরু হয়ে যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখন দেবীপক্ষের শুরু থেকেই বহু পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে যাচ্ছে। ফলে দুরদুরান্ত থেকে বহু মানুষ প্রখমা, দ্বিতীয়া থেকেই কলকাতায় এসে ঠাকুর দেখতে শুরু করে। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে ষষ্ঠীর আগে অর্থাৎ পঞ্চমীতে ভোরবেলা থেকে সচল রাখা হচ্ছে মেট্রো পরিষেবা।
কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো চলবে সকাল ৭টা নাগাদ। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোর চাকা গড়াবে ভোর ৬:৫০ নাগাদ। দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে ভোর ৬:৫০ নাগাদ এবং দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো মিলবে ৬:৫৫ নাগাদ।
অন্যদিকে রাতেও শেষ মেট্রোর সময়সীমা বাড়িয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন পাওয়া যাবে রাত ১০.৪০ নাগাদ। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ১০.৫০ নাগাদ। অপরপ্রান্তে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে যাওয়ার অন্তিম মেট্রো ১০.৩৮-এ পাওয়া যাবে এবং দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো মিলবে রাত ১০.৫০ নাগাদ।
Free Access