ad
ad

Breaking News

Kolkata High Court

Kolkata High Court: বন্ধ হচ্ছে সমস্ত ইউনিয়ন রুম—কসবা গণধর্ষণ মামলায় কলকাতা হাই কোর্টের কড়া নির্দেশ

বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল, রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে।

Kolkata High court shuts student union rooms across Bengal

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে শুরু হওয়া আইনি প্রক্রিয়া এবার বড়সড় মোড় নিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের ছাত্র রাজনীতি এবং কলেজে ইউনিয়ন রুম ব্যবহারের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল, রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। পাশাপাশি উচ্চশিক্ষা দফতরকে জারি করতে হবে নির্দিষ্ট নোটিস (Kolkata High Court)।

আদালত জানায়, যেহেতু বর্তমানে রাজ্যের কোনও কলেজেই ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া নেই, সেই কারণে ইউনিয়ন রুম খোলা রাখার যুক্তি নেই। অতীতে একটি মামলায় রাজ্য সরকার হলফনামা দিয়ে স্বীকার করেছিল যে, ছাত্র সংসদ গঠনই হয়নি কলেজগুলোতে। সেই বাস্তবতা তুলে ধরে মামলাকারীর আইনজীবী এদিন আদালতে জোরালোভাবে দাবি জানান, ইউনিয়ন রুমগুলি আমোদপ্রমোদের জায়গায় পরিণত হয়েছে, যা ছাত্ররাজনীতির নামে অশান্তির জন্ম দিচ্ছে (Kolkata High Court)।

আরও পড়ুনঃ Party Revolt: “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ”, সিদ্দিকুল্লাকে কালো পতাকা দেখালেন তাঁরই দলের লোকেরা

এই প্রেক্ষিতেই কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়—সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ইউনিয়ন রুমে তালা ঝোলাতে হবে। আদালতের স্পষ্ট বার্তা, কোনওরকম রিক্রেশনের কাজ বা অরাজনৈতিক কার্যকলাপে ওই ঘর ব্যবহার করা যাবে না। শুধুমাত্র অফিসিয়াল বা প্রশাসনিক প্রয়োজনে ইউনিয়ন রুম খুলতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাও কলেজের প্রিন্সিপ্যাল বা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পূর্বানুমতি সাপেক্ষে। এমনকি যদি বিশেষ কোনও প্রয়োজনে ওই ঘর খুলতে হয়, তবে নির্দিষ্ট কারণ উল্লেখ করে লিখিতভাবে অনুমতি নিতে হবে।

এছাড়াও, মামলার সামগ্রিক অগ্রগতি নিয়ে রাজ্য সরকারকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকার কী ভাবছে, তা নিয়েও হলফনামা দিয়ে ১৭ জুলাইয়ের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন (Kolkata High Court)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এদিনের রায় শিক্ষা মহলে এবং ছাত্র সমাজে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শিক্ষাক্ষেত্রে ছাত্র রাজনীতির ভূমিকা ও প্রাসঙ্গিকতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আদালতের এহেন হস্তক্ষেপ রাজ্য সরকারের নীতির দিকেও বড় প্রশ্নচিহ্ন তুলে দিল বলে মত বিশ্লেষকদের। এখন দেখার, রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত অবস্থান নিয়ে আগামী দিনে কী পদক্ষেপ গ্রহণ করে (Kolkata High Court)।