ad
ad

Breaking News

Kolkata Heatwave

Heatwave: গরমের দাপট জারি, কবে স্বস্তির বৃষ্টি?

গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। অস্বস্তিকর গরম থেকে কবে রেহাই পাবে বঙ্গবাসী এখনও সেটা স্পষ্ট নয়। বর্ষা ঢোকার দিনক্ষণ জানায়নি হাওয়া অফিস। চলতি সপ্তাহে কলকাতা সহ বিভিন্ন জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

Kolkata Heatwave South Bengal Awaits Monsoon

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। অস্বস্তিকর গরম থেকে কবে রেহাই পাবে বঙ্গবাসী এখনও সেটা স্পষ্ট নয়। বর্ষা ঢোকার দিনক্ষণ জানায়নি হাওয়া অফিস(Kolkata Heatwave)। চলতি সপ্তাহে কলকাতা সহ বিভিন্ন জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: Daily Horoscope: মঙ্গলবার কাদের জন্য সুখকর হবে তা জানতে পড়ুন আজকের রাশিফল

আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদে থাকবে আবহাওয়া থাকবে শুষ্ক। (Kolkata Heatwave) দিন ও রাতে বাড়বে গরম। তবে বুধবারের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ-ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে। পাশাপাশি, জেলাগুলিতে আগামী ২ দিন হলুদ সর্তকতা জারি রয়েছে। মোটামুটি, বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণের সব কটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩ দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

Bangla Jago fb: https://www.facebook.com/Banglajagotvofficial

দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গে সময়ের অনেক আগেই বর্ষা প্রবেশ করেছে। চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। (Kolkata Heatwave) উত্তরে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি, আগামী ৫ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তন হবে না।