চিত্র: সংগৃহীত
দেবজিৎ মুখার্জি, কলকাতা: দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনা জনসম্মুখে আসতেই হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে (Kasba Gangrape)। অনেকে এই ঘটনাকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গেও তুলনা করেছিলেন এবং পথে নেমে এর প্রতিবাদ জানিয়েছিলেন। যদিও খবর পেয়েই পুলিশ তদন্ত নেমে মূল অভিযুক্তদের গ্রেফতার করেছে। পাশাপাশি, ঘটনার খুঁটিনাটি খতিয়ে দেখার জন্য এক বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তাদের তরফ থেকে।
[আরও পড়ুন: Rape Accusation: কংগ্রেস অফিসে বন্দুক দেখিয়ে ধর্ষণ! কংগ্রেস নেতা জালালউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ]
সামনেই ৯ই আগস্ট ২০২৫। আরজি কর হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হবে। তার আগে কসবা কান্ডের নির্যাতিতার পরিবারকে পথে নামার আহ্বান জানালেন অভয়ার মা। তিনি বলেন, “সন্দীপ ঘোষ হোক কি মনোজিত মিশ্র ও তার দলবল, এরা দুর্নীতি করতে বিন্দুমাত্র ভয় পায় না। কলেজে কলেজে এদের দাপট চলে। এখন এটা স্পষ্ট যে প্রতিটা কলেজেই এমন থ্রেট কালচার চলে এবং এর বলি হয়েছে আমার মেয়ে (Kasba Gangrape)।”
অভয়ার মা আরও বলেন, “এই দুটি ঘটনা হয়তো এক নয়, আলাদা। কিন্তু থ্রেট কালচারের এই যে ব্যাপারটা, এটা মিলে গেছে। প্রতিটা কলেজেই এরকম থ্রেট কালচার চলছে এবং এর বলি হতে হচ্ছে অনেককে। তামান্না বলে মেয়েটি তো বাড়িতেই মারা গেছে। সেটাকেও আমি ধরবো থ্রেট কালচার হিসেবে। জিতলেও কেনই বা বোমাবাজি করতে হবে?”
[আরও পড়ুন: Dilip Ghosh: ২১ তারিখ নতুন চমক! খড়গপুর থেকে কোন ইঙ্গিত দিলীপের ?]
প্রসঙ্গত, আরজি কর হত্যাকাণ্ডের পর কসবা গণধর্ষণ কাণ্ডেও নির্যাতিতা ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। শাসকদলের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মহিলাদের সঙ্গে অপরাধ করা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের কঠিন শাস্তির দাবি পর্যন্ত করেছে ঘাসফুল শিবির। এবার দেখার বিষয় যে আগামী দিনে আর কি তথ্য উঠে আসে (Kasba Gangrape)।