ad
ad

Breaking News

নিয়মাবলির বেড়াজালে যাদবপুর বিশ্ববিদ্যালয়

Bangla Jago Desk: ছাত্র-মৃত্যুর ঘটনার পরে অবশেষে হস্টেলের নিয়মাবলী নিয়ে হুশ ফিরলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের। রাত দশটায় বন্ধ হবে হস্টেলের সব গেট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনার পরই হস্টেলে ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। ছাত্র-মৃত্যুর আবহে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব নেন  বুদ্ধদেব সাউ। বিশ্ববিদ্যালয় আসেন ইউজিসির প্রতিনিধি দল, ক্যাম্পাস ও হোস্টেলে  নিরাপত্তার […]

Bangla Jago Desk: ছাত্র-মৃত্যুর ঘটনার পরে অবশেষে হস্টেলের নিয়মাবলী নিয়ে হুশ ফিরলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের। রাত দশটায় বন্ধ হবে হস্টেলের সব গেট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনার পরই হস্টেলে ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। ছাত্র-মৃত্যুর আবহে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব নেন  বুদ্ধদেব সাউ। বিশ্ববিদ্যালয় আসেন ইউজিসির প্রতিনিধি দল, ক্যাম্পাস ও হোস্টেলে  নিরাপত্তার স্বার্থে চলছে সিসিটিভি বসানোর প্রক্রিয়া অন্যদিকে নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার আনতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেল পরিদর্শন করে যায় ইসরোর প্রতিনিধি দল। এবার রাতে হস্টেলে  অবাধ যাতায়াত বন্ধ করতে পদক্ষেপ যাদবপুর কর্তৃপক্ষের।

এবার নিয়মের বেড়াজালে  বিশ্ববিদ্যালয়ের হস্টেল গুলি। রাত দশটা বাজলেই বন্ধ হয়ে যাবে হস্টেলের সব গেট। বিশ্ববিদ্যালয় তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে রাত দশটার পর যেন কোনো আবাসিক হস্টেলের বাইরে না থাকে। যদি কোন প্রয়োজনে কোন আবাসিককে ওই নির্দিষ্ট সময়ের পর হস্টেলের বাইরে থাকতে হয়, তাহলে তা হস্টেল সুপারকে আগাম জানাতে হবে। কোন আবাসিকের সঙ্গে বাইরের কেউ দেখা করতে এলে যে কোন সময় হস্টেলে প্রবেশ করতে পারবেন না। ভিজিটরদের আনতে হবে পরিচয় পত্র, নথিভুক্ত করতে হবে কখন আসছেন এবং কোন আবাসিকের সঙ্গে তিনি দেখা করবেন।

একই রকম ভাবে সেই ভিজিটর কখন হোস্টেল থেকে বেরিয়ে যাচ্ছেন তাও উল্লেখ থাকবে ওই রেজিস্টারে।  ভিজিটরদের অপেক্ষা করতে হবে নির্দিষ্ট ভিজিটর রুমে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে আবাসিকদের সবসময় নিজের কাছে রাখতে হবে আইডেন্টিটি কার্ড। তা দেখতে চাওয়া হলে, দেখাতে হবে আবাসিকদের। একইসঙ্গে  রাতেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হস্টেলের বাইরে  মোতায়েন থাকবে নিরাপত্তা রক্ষী। ছাত্র মৃত্যু কি তাহলে হুশ ফেরালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, এমনই মত ওয়াকিবহাল মহলে।