ad
ad

Breaking News

আমি যতক্ষণ আছি ততক্ষণ হিন্দু মুসলমানের বিভাজন হবে না: মুখ্যমন্ত্রী

ওয়াকফ নিয়ে প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Incitement to unrest over Waqf: Chief Minister

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ওয়াকফ নিয়ে প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমামদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিরোধীদের দিকে আঙুল তুললেন। মুর্শিদাবাদ ও মালদহে উত্তপ্ত পরিস্থিতির জন্য এই প্ররোচনা দায়ী। বিরোধী দলগুলির এই প্ররোচনার কারণেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয় বলে মন্তব্য করেছেন তিনি।

নেতাজি ইন্ডোরে আয়োজিত এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি উস্কানি মূলক কথা বলতে আসিনি। সব ধর্মকে আমরা সমান মর্যাদা দিই। আমি শান্তি চাই।’

বিজেপি যদি এসে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ তৈরি করার চেষ্টা করে, তাদের সমস্ত বিষয়টা দেখে ব্যবস্থা নিতে হবে। আমি যতক্ষণ আছি ততক্ষণ হিন্দু মুসলমানের বিভাজন হবে না।

আমি বলব বাংলায় আন্দোলন করে লাভ নেই। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সংগঠনের পক্ষ থেকে টাইম চান। আমি কিন্তু আপনাদের পক্ষে। আমি হিন্দুর পক্ষে খ্রিস্টানের পক্ষে।

আমরা একা নই। ‌ আমার একটা আঙ্গুল যদি হিন্দু হয় আর একটা আঙ্গুল মুসলিম। ‌ এটাই ভারত বর্ষ। ‌ মোদীজি কে আমার অনুরোধ, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা যাতে কোন কমিউনিটির ক্ষতি না হয়। উনি যেন খেলাটা বদল করেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মালদহের যে এলাকায় অশান্তি হয়েছে তা কংগ্রেসের এলাকা। গত নির্বাচনেও সেখান থেকে কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হয়েছেন। অশান্তির পরিবেশ ছড়ালেও শান্তি ফেরানোর কোন উদ্যোগ গ্রহণ করেনি কংগ্রেস। উল্টে অশান্তিতে ইন্ধন দেওয়া হয়েছে। যদি প্ররোচনা না দেওয়া হতো এই পরিস্থিতি তৈরি হতো না।

ওয়াকফ আইনে পরিণত করতে কেন এত তাড়াহুড়ো করল কেন্দ্র তা নিয়ে প্রশ্ন তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। এর পিছনে যে রাজনৈতিক স্বার্থ রয়েছে সেই ইঙ্গিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রের দিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন করেন এত তাড়াহুড়ো করে ওয়াকফ বিল পাশ করার কী প্রয়োজন ছিল?