ad
ad

Breaking News

Mamata Banerjee

‘চাইব কন্যাশ্রী এক কোটি ছাড়িয়ে যাক’, ছাত্র সপ্তাহ অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প কন্যাশ্রী। এই প্রকল্প শুধু দেশের মধ্যেই নয়, গোটা বিশ্বের নজর কেড়েছে।

'I want Kanyashree to cross one crore mark', says Chief Minister at Students' Week event

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প কন্যাশ্রী। এই প্রকল্প শুধু দেশের মধ্যেই নয়, গোটা বিশ্বের নজর কেড়েছে। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী হিসাবে তার অন্যতম সাড়া জাগানো প্রকল্প কন্যাশ্রী। কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে আগেই।

[আরও পড়ুন: প্রতারকদের অস্ত্র ভোঁতা করতে পাঁচ দফা গাইডলাইন ‘বাংলার বাড়ি’ প্রকল্পে]

প্রতি বছর কন্যাশ্রী প্রকল্পে প্রতিবছর বাড়ছে সদস্য সংখ্যা। প্রতিবছর নতুন নতুন নাম নথিভুক্ত হচ্ছে কন্যাশ্রী’র তালিকায়। বুধবার দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে ছাত্র সপ্তাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানের মঞ্চে আলোকিত করেছিলেন দেব, জুন মালিয়া, বাবুল সুপ্রিয়, সোহম, অদিতি মুন্সি, সায়ন্তিকা, সায়নী, রচনা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেনসহ সংস্কৃতি জগতের পরিচিত মুখরা।

এই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রসঙ্গ তুলে ধরেন। কন্যাশ্রী হাত ধরে বর্তমানে ছাত্রীরা যেভাবে সামনে সারিতে উঠে এসেছে সে কথা বলেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন তার লক্ষ্য এই কন্যাশ্রীর সংখ্যা প্রতিবছর আরও বাড়ানো। তিনি চান সংখ্যাটা এক কোটি ছাড়িয়ে যাক। বর্তমানে রাজ্যের ৮৯ লক্ষ ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পান। কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্য ক্রমশ এগিয়ে চলেছে জানান মুখ্যমন্ত্রী। বিশেষ করে কারিগরি শিক্ষার হাত ধরে এরাজ্যের বেকারদের কর্মসংস্থানের রাস্তা খুলে গিয়েছে। সব পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, সন্তোষ ট্রফি জয়ীদের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়]

১০ লক্ষ টাকা ঋণের সুবিধা সম্পন্ন স্মার্ট কার্ড পান পড়ুয়ারা। বললেন মুখ্যমন্ত্রী। পড়ুডয়াদের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য, স্মার্ট কার্ড, মেধাশ্রী, ঐক্যশ্রী, সবুজসাথী। কলকাতার বিশ্ববিদ্যালয় গুলি সেরার সেরা বললেন মুখ্যমন্ত্রী। জেলাতেও নতুন নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। উৎকর্ষ বাংলায় দশ লক্ষ চাকরি হয়েছে বললেন। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিতরা চাকরি পাচ্ছেন, বললেন মুখ্যমন্ত্রী। স্কিল ডেভেলপমেন্টে রাজ্য শীর্ষে।