ad
ad

Breaking News

Indranil Sen

“চুপিচুপি তোমাকে দেখি…”, ব্যস্ততার মাঝেও ভ্যালেন্টাইন্স-ডে’র গান ইন্দ্রনীলের

বাংলা সঙ্গীত জগতে উজ্জ্বল নাম ইন্দ্রনীল সেন। আবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তিনি।

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বাংলা সঙ্গীত জগতে উজ্জ্বল নাম ইন্দ্রনীল সেন। আবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তিনি। দিনভর প্রশাসনিক ব্যস্ততার মাঝেও গান তাঁর প্রাণ। সেই গানকে প্রবাহমান ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অটুট তিনি।

মুখ্যমন্ত্রীর লেখা গানে কখনও তিনি কণ্ঠ দিচ্ছেন বা সুর দিচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রেরণায় বাংলা সংস্কৃতি জগতকে এগিয়ে নিয়ে যেতে আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন এই গায়ক। আবার নিজেও এই ব্যস্ততার মাঝেও নিয়মিত তার ইউটিউব চ্যানেলে নিজের গাওয়া গান আপলোড করতে ভোলেন না। ভ্যালেন্টাইন’স-ডে নিয়ে লেখা একটি গান গেয়েছেন তিনি। ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে ওই গানটি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন সঙ্গীতশিল্পী। গানটি লিখেছেন অমিত গুপ্ত। এই গানে সুর দিয়েছেন সৌমিক। “চুপিচুপি তোমাকে দেখি…”

গানটি নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড হতেই সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেনের এই গানে মজেছেন সঙ্গীত ভক্তরা। গানের বিভিন্ন ছত্রে ফুটে উঠেছে প্রেম নিবেদনের কথা। এই ভালবাসার দিনে কল্পনার প্রেয়সীকে প্রেম নিবেদন।

এ মাসেই আরও একটি গান শ্রোতাদের ইউটিউবে প্রকাশ করেছিলেন তিনি। সেটি ছিল সরস্বতী পুজোর দিন। বাঙালির ভ্যেন্টাইন’স ডে তে। ওইদিন নিজের কন্ঠে গাওয়া একটি রবীন্দ্র সঙ্গীত আপলোড করেছিলেন তিনি। “তোমায় গান শোনাব” রবীন্দ্রসঙ্গীতে সঙ্গীত প্রেমীদের মন জয় করেন তিনি। তবে ভ্যালেন্টাইন্স-ডে’তে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের পর্যায়ের গান নয়, তিনি নিজের মৌলিক গান ইউটিউবে পোস্ট করলেন।

প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও গানের মাঝে ডুবে গেলেন তিনি। বাঙালি সঙ্গীতপ্রেমীদের মনে ৯০-এর দশকে জায়গা করে নিয়েছিলেন ইন্দ্রনীল সেন। তার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামে বাঙালি মোহিত হয়েছিলেন। শিল্পী হিসাবে বাঙালির মণিকোঠায় জায়গা করে নেন ইন্দ্রনীল। বাংলার সঙ্গীত জগতে তিনি ধ্রুবতারা হয়ে ওঠেন।

পরবর্তীতে সক্রিয় রাজনীতির মঞ্চে অবতীর্ণ হন তিনি। বর্তমানে চন্দননগরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী। মুখ্যমন্ত্রীর জেলা সফরে বিভিন্ন সময়ে ইন্দ্রনীলকে দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গেই। আর সেই সঙ্গে জনতার সামনে তাঁর দরাজ কণ্ঠও শোনা যায়। ভ্যালেন্টাইন্স-ডে উপলক্ষে তার গাওয়া গান “চুপিচুপি তোমাকে দেখি…” সঙ্গীতপ্রেমীদের মন জয় করবে বলেই মনে করছেন নেটিজেনরা।