ad
ad

Breaking News

Haridevpur Shootout

Haridevpur Shootout: প্রেম থেকে প্রাণঘাতী শত্রুতা, হরিদেবপুর কাণ্ডে এবার পুলিশের জালে শ্যুটার

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ঘটনার আসল কারণ। পঞ্চাশোর্ধ্ব মৌসুমী হালদার সোমবার সকালে প্রাতঃভ্রমণের সময় আক্রান্ত হন।

Haridevpur Shootout Case: Shooter Bappa Das Arrested

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: চাঞ্চল্যকর হরিদেবপুর শুটআউট কাণ্ডে এবার শুটারকেও গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই গুলিবিদ্ধ মহিলার প্রেমিক বাবলু ঘোষকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার রাতে বালিগঞ্জের একটি ডেরা থেকে শুটার বাপ্পা দাসকেও জালে আনলেন হরিদেবপুর থানার তদন্তকারীরা। এর ফলে একদিনের মধ্যেই এই প্রাণঘাতী হামলার নেপথ্য কাহিনি উন্মোচিত হল। পুলিশ বেহালার সরশুনা এলাকা থেকে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করেছে (Haridevpur Shootout)।

আরও পড়ুনঃ ফসলের মাঠে সবুজ স্বস্তির হাওয়া, দক্ষিণ দিনাজপুরে এবার ধানের সোনালি সাফল্য!

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ঘটনার আসল কারণ। পঞ্চাশোর্ধ্ব মৌসুমী হালদার সোমবার সকালে প্রাতঃভ্রমণের সময় আক্রান্ত হন। বাইকে চেপে এসে দু’জন তাঁকে পিছন থেকে লক্ষ্য করে গুলি চালায়। পিঠে গুলি লাগায় তিনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। হাসপাতালে যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় তিনি তাঁর প্রেমিক বাবলু ঘোষের নাম উল্লেখ করে সন্দেহ প্রকাশ করেন। তাঁর এই বয়ান এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ মাত্র তিন ঘণ্টার মধ্যে বাবলু ঘোষকে গ্রেফতার করে। জানা যায়, মৌসুমী ও বাবলুর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্ক চলছিল। তবে সম্প্রতি মৌসুমী এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে বাবলু তাতে বাধা দিচ্ছিল। আর সেই টানাপোড়েনের জেরেই বাবলু মৌসুমীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে (Haridevpur Shootout)।

জেরায় বাবলু ঘোষ জানিয়েছে, অপর ধৃত বাপ্পা দাস তার বন্ধু। একদিন মদের আসরে তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। সব শুনে বাপ্পা নাকি মৌসুমীকে খুনের কাজটি করে দেবে বলে জানায়। এরপর দুই বন্ধু মিলে এই খুনের ষড়যন্ত্র করে এবং সেই অনুযায়ী সোমবার সকালে হামলা চালানো হয়। বাবলুর পরিকল্পনাতেই পিস্তল থেকে মৌসুমীকে লক্ষ্য করে গুলি চালায় বাপ্পা। গুলি চালানোর পর দু’জনেই দু’দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের জালে বাবলু ধরা পড়ার পরই তার দেওয়া তথ্যের ভিত্তিতে বালিগঞ্জ থেকে গ্রেফতার হয় শুটার বাপ্পা দাস।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

পুলিশ জানিয়েছে, ধৃত বাপ্পা জেরায় গুলি চালানোর কথা স্বীকার করেছে। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন যে, ঘটনায় ব্যবহৃত পিস্তলটি ছিল বাবলু ঘোষেরই। প্রায় দেড় বছর আগে সরশুনার এক ব্যক্তির কাছ থেকে সে পিস্তলটি পেয়েছিল বলে দাবি বাবলুর। বাবলু পুলিশকে জানিয়েছে, ওই ব্যক্তি তাকে পিস্তলটি রাখতে বলেছিলেন এবং পরে তিনি মারা যাওয়ায় সেটি বাবলুর কাছেই থেকে যায়। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করে দেখছে পুলিশ। সব মিলিয়ে, হরিদেবপুর থানার পুলিশের তৎপরতায় এই চাঞ্চল্যকর শুটআউট কাণ্ডের মূল অভিযুক্ত এবং শুটারকে গ্রেপ্তারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পুরো ঘটনার জট খোলা সম্ভব হয়েছে (Haridevpur Shootout)।