Bangla Jago Desk: কমার্শিয়াল ট্যাক্সের এক ডেপুটি কমিশনারের ঝুলন্ত দেহ উদ্ধার। দক্ষিণ কলকাতার হরিদেবপুরে নিজের বাড়িতে থাকতেন ওই সরকারি আধিকারিকের। মৃতের নাম আভাস কুমার পাল। তাঁকে তাঁর বাড়ির সিলিংয়ে গামছার ফাঁসে থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর এক পড়শি। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করেন। পুলিশ সূত্রের খবর, রবিবার বিকেলে ১০০ ডায়ালে ফোন করে এ ব্যাপারে জানানো হয় তাঁদের। দ্রুত আর এন টেগোর রোডের ওই অফিসারের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তবে তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালেই আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরেছিলেন আভাশ। বিকেল ৪টে নাগাদ তাঁর বাড়িতে আসেন এক পড়শি। ডাকাডাকি করে সাড়া পাননি। দরজাও ভিতর থেকে বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেননি তিনি। এর পরে ওই প্রতিবেশীই অবশের স্ত্রীকে খবর দেন। তিনি এলে দরজা ভেঙে ঢুকে অবশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কমার্শিয়াল ট্যাক্সের ডেপুটি কমিশনারের বয়স ৪৮। তাঁর বাবা প্রয়াত হয়েছেন। মা থাকেন ভাইয়ের কাছে। এ ছাড়া দুই সন্তানও রয়েছে তাঁর। পুত্রের বয়স ২০ এবং ১২ বছরের একটি কন্যা রয়েছে তাঁর।
পুলিশ সূ্ত্রের খবর, ঘটনাটি যখন ঘটে তখন অবশের স্ত্রী ছিলেন জেমস লং নবপল্লীতে। প্রতিবেশীর কাছে খবর পেয়েই তিনি চলে আসেন। তবে ঘটনার সময় অবশের দুই সন্তান বাড়িতে ছিল কি না, তা জানা যায়নি। আপাতত এই ঘটনায় কোনও তৃতীয় ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এ সংক্রান্ত কোনও অভিযোগও দায়ের হয়নি পুলিশের কাছে। ওই সরকারি আধিকারিকের দেহ উদ্ধার করার পর দ্রুত এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করেছিল পুলিশ। সেখানেই তাঁর ময়নাতদন্ত করা হবে।
Free Access